Header Ads

আগামী ১৫ জুলাই পৰ্যন্ত সমস্ত আন্তৰ্জাতিক যাত্ৰীবাহী বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত ডিজিসিএ-র

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৬ জুনঃ অতিমারি করোনার আবহে আগামী ১৫ জুলাই পৰ্যন্ত সমস্ত আন্তৰ্জাতিক যাত্ৰীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়ে দিল ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)। ডিজিসিএ-র তরফে আরও জানানো হয়েছে- শুধুমাত্ৰ যাত্ৰীবাহী বিমান বন্ধ থাকবে। কাৰ্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা নেই। 

 ছবি, সৌঃ ইন্টারনেট
এই সংক্ৰান্তে একটি নিৰ্দেশিকা দেশের সব রাজ্য এবং সংস্থাগুলির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্ৰ। জুলাইয়ে আন্তৰ্জাতিক বিমান পরিষেবা চালু করা হবে কি হবে না তা নিয়ে এরইমধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। বেশ কয়েকটি রাজ্য ঘরোয়া বিমান পরিষেবাও বন্ধ রাখার অনুরোধ করেছে কেন্দ্ৰের কাছে। বিমান পরিষেবা চালু হওয়ার পর থেকে কোভিড সংক্ৰমণ আরও বাড়ছে এই অভিযোগ করেছে বেশ কয়েকটি রাজ্য। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.