Header Ads

অসমের বরপেটায় শ্রমিক স্পেশাল ট্রেনে জন্ম নবজাতকের

নয়া ঠাহর প্রতিবদক, বরপেটারোড, ১৬ জুনঃ বরপেটারোডের শ্রমিক স্পেশাল ট্রেনে সন্তান জন্ম দিলেন মেরাপানির এক মহিলা। নবজাতক সমেত  মহিলাকে বরপেটারোডের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে । লকডাউনের ফলে কেরলে আটকে ছিল ওই মহিলা। কেরল থেকে ০৬১০ নম্বরের কেরল- ডিব্রুগড়  শ্রমিক স্পেশাল ট্রেনে চেপে মেরাপানিতে নিজের বাড়ি ফিরছিলেন নিরমা চেতিয়া নামের ওই মহিলা। ট্রেনটি বরপেটারোড পৌঁছনোর আগেই মহিলার প্রসব বেদনা ওঠে।  তিনি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। 

তারপর রেল কৰ্তৃপক্ষের সাহায্যে  ট্ৰেনকে দাঁড় করিয়ে ট্ৰেনকে দাঁড় করিয়ে ১০৮ ডাকা হয়। মা ও নবজাতককে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানিয়েছেন বৰ্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.