Header Ads

মণিপুরে রাজনৈতিক অস্থিরতা, বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বললেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

নয়া ঠাহর ওয়েব ডেস্ক  --  ২২ জুন 
মণিপুরে সম্প্রতি তিন বিজেপি বিধায়ক পদত্যাগ করেছিলেন এবং ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি) চার মন্ত্রী সহ ছয়জন মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহের নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন । এই পরিস্থিতিতে মণিপুরের কংগ্রেস শিবির উচ্ছসিত ছিল । কংগ্রেস নেতারা বলতে শুরু করেন কংগ্রেস মণিপুরে ক্ষমতার দোড়গোড়ায় প্রায় পৌঁছে গেছে । কংগ্রেস নেতা ও মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন এমনটাই গুজব উঠতে শুরু করে। 
ছবি, সৌঃ ইন্টারনেট

এই পরিস্থিতিতে অসমের মন্ত্রী, বিজেপি নেতা ও উত্তর-পূর্ব গণতান্ত্রিক জোটের  ( নেডা) আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা সোমবার মণিপুরে রাজ্য নেতৃত্রে যে কোনও পরিবর্তনের সম্ভাবনা অস্বীকার করে বলেছেন যে , মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ন্যাশনাল পিপলস পার্টির  ( এনপিপি ) সঙ্গে কথাবার্তা চলছে । দুই-তিন দিনের মধ্যেই সবকিছুর সমাধান হয়ে যাবে ।

আগামিকাল ফের ইম্ফল যাবেন মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা । এর আগে রবিবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও এনপিপি-র জাতীয় সভাপতি কনরাড সাংমা মণিপুরের এনপিপি বিধায়কদের সঙ্গে বৈঠক করতে ইম্ফল গিয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.