Header Ads

প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড বাঘজান বন্ধ করার ক্ষমতা নেই, প্রায় ১ মাস পরেও দাও দাও করে তেল কূপ জ্বলছে, কবে আগুন নিভবে কেউ জানে না


অমল গুপ্ত, গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করে অসমের তিনসুকিয়া জেলার বাঘজান তেলকূপের অগ্নিকান্ড বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন আজ প্রায় মাস হতে চলল নম্বর তেলকূপ থেকে প্রাকৃতিক গ্যাস তেল আগুন নির্গত হচ্ছে পরিবেশ প্রকৃতি দূষিত হয়েছে কাছের যাযাবর পাখিদের মাগুর বিলের জল বিষাক্ত হয়ে গেছে আরও কিছু দূরে অবস্থিত ডিব্রু সাইখোয়া অভয়ারণ্যে বিরূপ প্রভাব পড়েছেপ্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনীর জোর তৎপরতা শুরু হয়েছেকূপের কাছে জলাশয়ের উপর এক বেইলি ব্রিজ তৈরি করে পাইপের মাধ্যমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছে, দাবি করেছে আর কয়েকদিনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকা আগুন নিভে যাবেভুক্তভোগী মানুষ কিন্তু আর বিশ্বাস করতে পারছে নাঅসমের প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড বাঘজানের ভয়াবহ পরিস্থিতি সমীক্ষা করে বলেছে, পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছেঅবিলম্বে বাঘজান অঞ্চলে থাকা সব কয়েকটি তেলকূপ বন্ধ করতে হবে বন্ধের নির্দেশ কার্যকরী হওয়ার সম্ভবনা নেই  কারণ অয়েল ইন্ডিয়ার আশির্বাদ প্রাপ্ত দল-সংগঠন এমন কি সরকারও চাইছে না তেলকূপ বন্ধ হোক, অয়েলের দাবি চিরতরে বন্ধ হলে উজানের ৪০০ চা বাগান গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাবে, অন্যন্য শিল্প তেল গ্যাসের অভাবে ভুগবেবাঘজানবাসীর অভিযোগ, স্থানীয় জনগণের অনুমতি না নিয়ে একাংশ দালাল শ্রেণির মদত পেয়ে একের পর এক তেলকূপ স্থাপন করা হয়েছে অয়েল ইন্ডিয়া পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেয়নি বার বার বিপদ আসছে সরকার কড়া পদক্ষেপ নিতে পারছে না

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.