আবার লকডাউনের ইঙ্গিত দিলেন হিমন্তবিশ্ব শর্মা, নতুন প্রতিষেধকর আশা জাগালেন
অমল গুপ্ত, গুয়াহাটি : মাত্র তিনদিন করোনা বিরোধী যুদ্ধ থেকে সরে গিয়ে আজ আবার যুদ্ধ ক্ষেত্রে অবতীর্ণ হলেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। কিডনিতে পাথর হয়েছিল, তাই ছোট্ট এক অপারেশন করতে হয় গত রবিবার। আজ আবার উদ্দ্যম নিয়ে করোনার জটিল ময়দানে নেমেছেন। নেমেই এক ভালো খবর দিলেন। তিনি জানান, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ডেক্সামেথাসন স্ট্রেরয়েড ২ ইম জি নামে এই ইনজেকশন আবিস্কার করেছেন। পরীক্ষার পর প্রমাণিত হয়েছে কয়েক হাজার মৃত্যু রোধ করা গেছে। আই সি এম আর এবং ভারত সরকার অনুমোদন করলে অসমে চালু করা হবে বলে প্রথম হিমন্তবিশ্ব শর্মা জানান। আজ গুয়াহাটি আই আই টি নতুন খবর দিয়েছে তারা ভি টি এম কিট নামে এক সস্তা দরে কিট আবিষ্কার করেছে। দাম পড়বে মাত্র ১৪০ টাকা। স্বাস্থ্যমন্ত্রী আজ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির এডভান্স মেমোগ্রাফি নামে টেস্টিংয়ের এক মেশিনের সূচনা করেন। দিনে ১০ হাজার পরীক্ষা করা যাবে। আজ থেকে গুয়াহাটি মহানগরে ৫০ হাজার সওয়াব পরীক্ষার সূচনা করলেন হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটিতে ১২টি টেস্টিং সেন্টার স্থাপন করা হয়েছে। তিনি বলেন, টেস্টিং-এ যদি প্রচুর সংখ্যক ৫০০ মত পজিটিভ ধরা পড়ে তবে গুয়াহাটিতে নতুন করে লকডাউন জারি করা হবে। আজ কামরূপ চেম্বার অফ কমার্স এই নির্দেশে দোকান-পাট, ব্যাবসা প্রতিষ্ঠান, যানবাহন সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে। গুয়াহাটিতে সাংঘাতিকহারে করোনা বাড়ছে। কেরল থেকে ২৫ হাজার ছাত্রছাত্রী আসছে। উদ্বিগ্ন সরকার। প্রায় ৫ হাজার করোনা আক্রান্ত হয়েছে। গুয়াহাটিতে কেও নিয়ম মানছেন না। মাস্ক পড়ছেন না। সামাজিক দূরত্ব বজায় রাখছে না বলে সরকার কড়াভাবে তা মোকাবিলা করছে।
কোন মন্তব্য নেই