Header Ads

অসমের বরপেটার হাউলীতে অবৈধ বিলাতী সুরা বাজেয়াপ্ত

নয়া ঠাহর প্রতিবেদক, বরপেটারোড, ১৯ জুনঃ অসমের বরপেটার হাউলীতে অবৈধ বিলাতী মদের কাৰ্টন বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

অসাধু ব্যাবসায়ীরা হাউলি থেকে বরপেটা শহরে অবৈধভাবে মদগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছে ধরা পড়ে। গ্ৰেফতার হয়েছে দুজন। তাদের কাছ থেকে ১৪ কাৰ্টন মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম বরপেটা শহরের গান্ধী নগরের সঞ্জীত দাস এবং নয়নমনি দাস ৷

 হাউলী পুলিশ থানার দায়িত্ব প্ৰাপ্ত অফিসার পংকজ দাসের নেতৃত্বে অভিযানে  বরপেটা অভিমুখী এ এচ - ০১ এ এক্স ২৫১৫ নম্বরের ইণ্ডিকা গাড়ীতে মদগুলো নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। পুলিশ ধৃতদের কাছ থেকে আরও তথ্য বের করতে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.