Header Ads

অনৈতিক ভাবে স্কলারশিপ বন্টন

সানি রায়, হাইলাকান্দি : অনৈতিক ভাবে সরকারি গাইডলাইন অমান্য করে বাঁকা পথে ভূয়ো স্কুলের সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের স্কলারশিপ বন্টন করা হয়েছে বলে প্রতিবাদমুখর হয়ে উঠেছে হাইলাকান্দি জিলার বেশ কয়েকটি সংস্থা সংগঠন। সরকারের জনকল্যাণমুখী বহু প্রকল্পের মূল রূপায়ণে বাঁধার সৃষ্টি করছেন একাংশ দূর্নীতিবাজ আধিকারিকরা। বর্তমান সরকারের ' সব কা সাথ, সব কা বিকাশ ' কে অধরা করার লক্ষ্যেই নাকি কংগ্ৰেসি আমলের মতো লুটের রাজ অব্যাহত জিলা হাইলাকান্দিতে এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সচেতন মহল। তাছাড়া, হাইলাকান্দির শিক্ষাবিভাগের বহু চর্চিত  দূর্নীতির সংবাদ, সংবাদপত্রের শিরোনামে থাকাটা নতুন কিছু নয়। জানা গেছে ইতিমধ্যে আলগাপু্র বিধানসভার অন্তর্গত কিছু এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ পড়ুয়া আছে কি না তার কোনো সঠিক তথ্য নেই।  অথচ ভূয়ো স্কুলের নামে ছাত্র-ছাত্রী দেখিয়ে একের পর এক লুটের রাজত্ব কায়েম করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার খবর রয়েছে হাইলাকান্দি জিলার শিক্ষা বিভাগের জনাকয়েক আধিকারিকদের বিরুদ্ধে।  এসব তথ্য নিয়ে বিভাগীয় স্কুলপরিদর্শক রাজীব ঝাঁ এর কুশপুত্তলিকা দাহ  করলো বেশ কয়েকটি ছাত্র সংগঠন।  এখানেই শেষ নয়, আওয়াজ উঠেছে সিএসপি সেন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য। এছাড়া, ভূয়ো স্কুলের নামে তথা বিভিন্ন প্রকল্পের নামে প্রকৃত হিতাধীকারিদের বঞ্চিত করার অভিযোগে শীঘ্রই  মাঠে নামবেন  নেতাজী ছাত্র যুব সংস্থার কর্মকর্তারা বলে জানা গেছে। সবকিছু জানা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিধায়ক তথা সাংসদ সহ পদাধিকারীরা কেন নীরব ভূমিকা পালন করছেন?  এর জবাবদিহি দিতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তা সহ সচেতনমহল। এছাড়া, শিক্ষা বিভাগের এই দূর্নীতির অভিযোগ নিয়ে শীঘ্রই আদালতের দ্বারস্থ হতেও বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেয় বিভিন্ন ছাত্র সংগঠন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.