Header Ads

কামাখ্যা ধাম অম্বুবাচী মেলার পর খুলবে, অন্যান্য মন্দির সহ নামঘর, মসজিদ, হোটেল রেস্তোরা আজ খুলে গেল, কিন্তু ভিড় ছিল না


অমল গুপ্ত, গুয়াহাটি : প্রতি বছর কামাখ্যা ধামে অম্বুবাচী মেলায় লক্ষ লক্ষ ভক্ত মা-কে দর্শনের জন্য আসেন, এবার ২২ জুন এই বিখ্যাত মেলা হওয়ার কথা ছিল। কিন্তু লাখো মানুষের ভিড়ে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখা যাবে না। করোনা সংক্রমণ বেড়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে আজ সারা দেশের সঙ্গে নীলাচল পাহাড়ের মাথায় কামাখ্যা ধামের দুয়ার খোলা হলো না, বন্ধ রাখা হল। সংক্রমণের ঝুঁকি নিল না মন্দির কর্তৃপক্ষ। অম্বুবাচী মেলার পর ভক্তদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে। লকডাউনের ৭৫ দিন বাদে ভগবান, আল্লা, গড-এর দুয়ার খুলল। অল্প সংখ্যক ভক্তপ্রাণ মানুষ আজ মন্দির, মসজিদ, নামঘর, গির্জ্জা, গুরুদ্বারে ভিড় করে ছিলেন। শিলচরের কাঁচাকান্তি, তেজপুরের মহা ভৈরব, শিবসাগরের শিব দোল, গুয়াহাটির রুদ্রাতারা, দোলগোবিন্দ, হাজোর পোয়া মক্কা, ধুবড়ির গুরুদ্বার প্রভৃতি ধর্মস্থানে মারণ রোগ কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্তির জন্য প্রার্থনা জানানো হয়। লকডাউন বিধি অনুযায়ী সকল ভক্তকে এক রেজিস্টারে নিজেদের নাম ধাম, ফোন নম্বর লিখে প্রবেশ করতে দেওয়া হয়। স্যানিটাইজের পর মাস্ক পড়ে ঢোকা বাধ্যতামূলক করা হয়। শপিংমল, হোটেল, রেস্তোরাঁগুলিও এই নিয়ম নীতি মেনে সীমিত সংখ্যক প্রবেশ করে। গুয়াহাটির বড় শপিংমল সিটি সেন্টার, বিগবাজার প্রভৃতি শপিংমলে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.