Header Ads

করোনা সংক্রমণ তিন হাজারের কাছে, কাল একজনের মৃত্যু হয়েছে


নয়া ঠাহর, গুয়াহাটি : অসমে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়াবে। আজ সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭৬ জন, চার জনের মৃত্যু ছিল। আজ একজন বেড়েছে। কার্বি আংলং জেলার বকুলিয়া ঘাটের অরুণ কাকতি চেন্নাই থেকে এসে কয়রেন্টিনে সেন্টারে ছিলেন। গতকাল ডিফু থেকে আনার পথে অ্যাম্বুলেন্সে মারা যান বলে সরকারি সূত্র জানান। সরকারি সূত্রে জানা গেল, শিলচর কয়রেন্টিন সেন্টার থেকে দুজন বাংলাদেশী গতকাল পালিয়েছে। ধেমাজিতে কর্তব্যরত একজন নার্সকে থু-থু দিয়ে অপমান করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জানান, দেশের ১৪টি রাজ্য থেকে মানুষ আসে। তারমধ্যে মহারাষ্ট্র, দিল্লি থেকে আসা ব্যাক্তিদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। রাজ্যে সবচেয়ে বেশি হোজাইয়ে। সেখানে ৩৫৯ জন আক্রান্ত হয়েছে। সবচেয়ে কম ধেমাজিতে, সেখানে মাত্র ৭ জন আক্রান্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.