Header Ads

গালওয়ানের ঘটনা নিয়ে করা রাহুল গান্ধীর টুইটের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ১৮ জুন
সোমবার রাতে লাদাখের গালওয়ানে চিনা বাহিনীর হাতে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান । ভারতীয় জওয়ানদের পাল্টা মারে অন্ততপক্ষে ৪৩ জন চিনা জওয়ানও হতাহত হয়েছেন বলে খবর রয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে কেন্দ্রের সমালোচনা করে ভারতীয় সেনাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ।

ছবি, সৌঃ ইন্টারনেট


রাহুল গান্ধী বুধবার টুইট করে  বলেছিলেন, চিনের সেনা কী ভাবে আমাদের নিরস্ত্র সেনাদের মারল। আমাদের সেনাদের কি শহিদ হওয়ার জন্য সেখানে নিরস্ত্র অবস্থায় পাঠানো হয়েছিল ।




রাহুল গান্ধীর করা এই টুইটের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন,  আমাদের কথা বলার সময় সঠিক তথ্য বলা উচিত । সীমান্তে থাকা জওয়ানদের হাতে সবসময় অস্ত্র থাকে । ১৫ জুনও সবার হাতেই অস্ত্র ছিল । কিন্তু ১৯৯৬ ও ২০০৫ সালের চুক্তি অনুযায়ী সামনাসামনি লড়াইয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়ম নেই। তাই তাঁরা তা করতে পারেননি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.