Header Ads

অতিমারি কোভিড-১৯ পরিস্থিতিতে এবছর পুরীতে রথযাত্ৰা হচ্ছে না

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৮ জুনঃ বিশ্বজুড়ে কোভিড-১৯ পরিস্থিতির জন্য এবছর রথযাত্ৰা হবে না পুরীতে। বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্ৰিম কোৰ্ট। 

 ছবি, সৌঃ ইন্টারনেট
করোনা অতিমারির মধ্যে পুরীতে যাতে রথযাত্ৰা না হয় সুপ্ৰিম কোৰ্টে একটি পিটিশন জমা পড়েছিল। তার ভিত্তিতে বৃহস্পতিবার প্ৰধান বিচারপতি এস এ বোবদে মন্তব্য করেন- ‘ আমরা যদি রথযাত্ৰায় অনুমতি দিই তাহলে প্ৰভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না।’ এবছর ২৩ জুন পুরীতে রথযাত্ৰা হওয়ার কথা ছিল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.