Header Ads

করোনা সংক্রমণ বাড়ছে, তেল, শাক-সব্জির দামও বাড়ছে


নয়া ঠাহর, গুয়াহাটি : ভারতে করোনা সংক্রমণের হার বাড়লেও সুস্থতার হার ৫০ শতাংশ, ৩৮ লক্ষের বেশি আক্রান্ত, ১২ হাজার ৫৭৩ জন মারা গেছেঅসমে মাত্র জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে প্রায় হাজারগুয়াহাটির অবস্থা জটিল পাণ্ডু-মালিগাঁও এলাকা প্রায় হটস্পটে পরিণত হয়েছেএক পরিবারে চারজন আক্রান্ত হয়েছেগুয়াহাটির চারপাশে পাহাড়ে ধস নেমেছে রাস্তাঘাট ডুবছে এই পরিস্থিতিতে গুয়াহাটিতে করোনা ক্রমশ বেড়েই চলেছে মানুষের দুর্ভোগের অন্ত নেই এর মধ্যে সরকার অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিলশাক-সব্জির দাম হঠাৎ বেড়ে গেল আলু ৩০ থেকে ৩৫ টাকা কেজি কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের উপরএর মধ্যে সব দল ভোটের অঙ্ক কসছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.