Header Ads

বাংলা পক্ষর স্বঘোষিত নেতা গর্গ চট্টোপাধ্যায় আহোম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় মুখ্যমন্ত্রী গ্রেফতারের নির্দেশ দেন


নয়া ঠাহর, গুয়াহাটি : কলকাতা প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্র গর্গ চট্টোপাধ্যায়, কয়েকজনকে নিয়ে বাংলা পক্ষ নামে এক অরাজনৈতিক সংগঠন গড়েছিলেন ২০১৮ সালে। বাংলা এবং বাঙালিদের স্বার্থে কাজ করার অঙ্গীকার করা সংগঠনটির প্রধান বার বার আপত্তিকর সাম্প্রদায়িক মন্তব্য করে বিরাগভাজন হয়েছেএর আগেও অসমের স্বাভিমানে আঘাত দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেনএবার টুইট করে অসমের আদিপুরুষ চাউলুঙ চুকাফা সম্পর্কে, আহোম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর কথা লেখেনমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল গর্গ চট্টোপাধ্যায়কে অবিলম্বে গ্রেফতার করে অসমে নিয়ে আসার কড়া নির্দেশ দিয়েছেনগুয়াহাটির পুলিশ কমিশনার মুন্না গুপ্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা প্রয়োগ করে তাকে গ্রেফতার করার জন্য একদল পুলিশ অফিসার কলকাতা যাবার জন্য তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গর্গ নিজেদের সংগঠন বলে দাবি করলেও অনেকে তৃণমূল কংগ্রেস দলের বি টিম বলে অভিযোগ করে থাকেএই সংগঠন বাঙালি মেয়েদের কুরুচিকর আক্রমণ করায় এক রাজপুত যুবককে সবক শিখিয়েছিল বলে দাবি করে থাকেবাঙালি জাতীয়তাবাদ আবেগকে কাজে লাগিয়ে বাংলা পক্ষ নামে এক ক্ষুদ্র সংগঠন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্কের অবনতি ঘটাচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.