Header Ads

গুয়াহাটি টোটাল লকডাউন, জেলাতে নাইট কারফিউ, সপ্তাহে দুদিন লকডাউন, শুত্রুবার পরিস্থিতি পর্যালোচনা


অমল গুপ্ত, গুয়াহাটি : শুধু গুয়াহাটি মহানগর নয়, সারা রাজ্যে করোনা উদ্ভূত জটিল পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে গুয়াহাটি মহানগরে কোনো নিয়ন্ত্রণ নেইবাইরে থেকে আসা ব্যক্তি নয়, কোনো ভ্রমণ বৃত্তান্ত বা ট্রাভেল হিস্ট্রি না থাকা ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে আসল ভয়টা সেখানেই এপর্যন্ত ৪০০-র মতো আক্রান্ত ব্যক্তির কোনো ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি একবার গণসংক্রমণ হলে আর রক্ষা থাকবে না নিজেদের মধ্যে শারীরিক দূরত্ব যদি বজায় থাকে, সবাই যদি মুখে মাস্ক পরে, জমায়েত এড়িয়ে চলে তবে সংক্রমণ এত বেশি ছড়াতে পারতো না, কিন্তু শুধু গুয়াহাটি নয় রাজ্যে কোথাও তা মানা হচ্ছে না স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ অভিযোগ করেন গুয়াহাটিতে ১০ জনও মাস্ক পরে না প্রধানমন্ত্রী আজ বলেছেন, এখনও প্রতিষেধক আবিষ্কৃত হয়নি একমাত্র সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে সংক্রমণ কমানো যেতে পারেঅসমে কেউ মানছে নামুখ্যমন্ত্রী গতকালই কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন গুয়াহাটির ৩১টি পুর ওয়ার্ডের মধ্যে ১১তে লকডাউন ঘোষণা করা হয়েছিল, কিন্তু মানুষ তা মানেনিসন্ধ্যার পর বাজারে মানুষের ঢল, মদ তামাক, বিড়ির উৎসবসরকার এবার আইন ভঙ্গকারীদের সবক শেখাতে সব ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করেছেস্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পর রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন কড়াভাবে প্রয়োগ করার এক নির্দেশ জারি করেছেনশুধু কামরূপ মেট্রো জেলা গুয়াহাটি নয়, রাজ্যের প্রতি পুর এলাকা,  নগর সমিতি এলাকা, এমন কি গ্রামগঞ্জে প্রতি সন্ধ্যা টা থেকে সকাল টা পর্যন্ত রাতে কারফিউ জারি থাকবে এবং প্রতি শনিবার, রবিবার পুরোপুরি লকডাউনের অধীনে থাকবেযতদিন সংক্রমণ না কমবে ততদিন গ্রামগঞ্জের পুর এলাকা, নগর সমিতি এলাকা সপ্তাহে দুদিন বন্ধ রাতে কারফিউ জারি থাকবে  গুয়াহাটি মহানগরে রবিবার জুন থেকে ১২ জুলাই সন্ধ্যা টা পর্যন্ত জারি থাকবে তবে প্রতি শুক্রবার পরিস্থিতি পর্যালোচনা করে পববর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবেপ্রথম সাতদিন যদি সংক্রমণের হার কমে তবে টোটাল লকডাউন শিথিল করা হবে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমলে লকডাউন প্রত্যাহার করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছেসামাজিক দূরত্ব বজায় না রাখলে, মুখে মাস্ক না পড়লে, এমন কি পথে ঘাটে থুথু ফেললে, মদ-তামাক-বিড়ি-সিগারেট প্রকাশ্যে খেতে দেখলে পুলিশ তাৎক্ষণিক জরিমানা করবে বিনা কারণে ঘর থেকে বেরোনো নিষেধ অফিস আদালত, সরকারি অফিস দোকান পাট, সব বন্ধ থাকবে যানবাহন সব বন্ধ, সচিবালয় ডিরেক্টরের অধীন সীমিত কর্মচারীদের নিয়ে চালাবার অনুমতি দেওয়া হয়েছেব্যাংক জরুরি কাজ ছাড়া হবে নাটোটাল লকডাউনের সফলতার উপর সংক্রমণের হার নির্ভর করছে রাজ্যে এবার পুলিশ প্রশাশন হাত গুটিয়ে বসে থাকবে না, ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত প্রতি জেলার পুলিশ সুপারের কড়া নির্দেশ দিয়েছেন  নির্দয়ভাবে লকডাউন বিধি পালন করা হবেমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেই দিয়েছেন নাগরিকদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.