Header Ads

আলগাপুর ব্লকের চণ্ডীপুর এলাকার রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি


সানি রায়, পাঁচগ্ৰাম : আলগাপুর ব্লকের অধীনস্থ চণ্ডীপুর জিপি এলাকার প্রথম খণ্ডের গ্ৰামীণ রাস্তা নির্মাণ নিয়ে চলছে ব্যাপক দুর্নীতি। স্থানীয় গ্ৰামবাসীদের অভিযোগ কিছুদিন আগে জমি থেকে সামান্য মাটি এনে জিসিবি লাগিয়ে কিছু কাজ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যদিও সাইনবোর্ডে লেখা আছে এই গ্ৰামীণ রাস্তাটি নির্মানের জন্য প্রায় ৯ লক্ষ ৭৫ হাজার টাকা মঞ্জুর হয়েছে। এর থেকে কাজ হয়েছে আনুমানিক ১ লক্ষ টাকার। এতে গ্ৰামবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ রাস্তা নির্মাণের জন্য ৯ লক্ষ ৭৫ হাজার টাকা মঞ্জুর হলেও কাজের কাজ কিছুই হয়নি বরং এই বর্ষার মরশুমে রাস্তায় মাটি ফেলে রাখায় উল্টো যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় জনগণের। অথচ নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন মহল, এমনকি স্থানীয় বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর দেওয়া প্রতিশ্রুতির ও মিল নেই, দুর্নীতির প্রতিবাদ করা তো দূরের কথা বরং এসব নগণ্য কাজের পরিদর্শন করতেও দেখা যায় না নিজামকে। শুধু মুখেই 'সবকা সাথ, সবকা বিকাশ' আসলে ব্যাপারটা শুধু নিজের সাথে, নিজেরই  বিকাশ নয় কি?  শুধু তাই নয়,  মাত্র ১ লক্ষ টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন গ্ৰামবাসীরা  এবং অবিলম্বে এই অর্ধসমাপ্ত গ্ৰামীণ রাস্তাটির কাজ দ্রুত সম্পন্ন করার জন্য স্থানীয় বিধায়ক ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন বলে এক বিশেষ সূত্রে প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.