Header Ads

১৯৯৩ সালের মুম্বই হামলার দোষী ইউসুফ মেমন মৃত

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২৬ জুন
১৯৯৩ সালে মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গী টাইগার মেমনের ভাই ইউসুফ মেমন। শুক্রবার এই ইউসুফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে ।



মুম্বইয়ের নাসিক রোড সেন্ট্রাল জেলে বন্দি ছিল ইউসুফ । পুলিশ সূত্রে জানা গেছে,  শুক্রবার সকালে দাঁত মাজার সময় আচমকাই মাটিতে পড়ে যায় ইউসুফ । তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যায় সে।

ধুলে মেডিক্যাল কলেজে ইউসুফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

টাইগার মেমন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে মিলে ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ে ১২ টি ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছিল। কমপক্ষে ২৫০ জন মারা যান ওই বিস্ফোরণে। ইউসুফ ওই ষড়যন্ত্রে সরাসরি জড়িত না থাকলেও, মুম্বইয়ের আল-হুসেইনি বিল্ডিংয়ে নিজের একটি ফ্ল্যাট  ও গ্যারেজ নাশকতার জন্য ছেড়ে দিয়েছিল ।

টাডা আদালত ২০১৮ সালের ২৬ জুলাই ইউসুফ মেমন ও তার ভাই ইসা মেমনকে যাবজ্জীবন সাজা শুনিয়েছিল। একই মামলায় টাইগার মেমন ও ইউসুফের আর এক ভাই ইয়াকুব মেমনকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত । ইয়াকুবের মৃত্যুদণ্ড  কার্যকর করা হয়েছিল ২০১৫ সালে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.