বিজেপি থেকে কম করে ২৫ জন বিধায়ক কংগ্রেস দলে যোগ দেবেন, ভবিষ্যৎবাণী প্রাক্তন সাংসদ আর পি শর্মার
অমল গুপ্ত,
গুয়াহাটি : অসমে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ১৮ থেকে ২০ জনকে টিকিট দেবে না। তাদের অধিকাংশ কংগ্রেস দলে যোগ দেবে। বিজেপি শিলাদিত্য দেব, শিবু মিশ্র, বরাকের তিনজন বিধায়ক সহ ১৮ থেকে ২০ জন টিকিট পাবে না। আজ তেজপুরে লাদাখে নিহত ভারতীয় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর প্রাক্তন বিজেপি সাংসদ বর্তমানে কংগ্রেস দলের মানবধিকার কমিটির চেয়ারম্যান আর পি শর্মা এই ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বেশ কয়েকজন বাঙালি নেতাদের নাম উল্লেখ করে বলেছেন, পল্টনবাজারের বিশিষ্ট বিজেপি নেতা প্রাণতোষ রায় রাজ্যে বিজেপি করার এবং সংঘ পরিবারের আদিকর্মী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রাণতোষ রায়ের বাড়ি পযর্ন্ত হয়েছেন। আর এস এসের সব নেতাদের সঙ্গে তার সম্পর্ক। বিজেপি দলে ভুয়া বিজেপিতে ভোরে গেল। অসুস্থ প্রাণতোষ রায়কে একটি পদ বা সম্মান দেওয়া হল না। শর্মা বলেছেন, বাংলাভাষী উন্নয়ন বোর্ড নামে, উন্নয়ন সমিতির নামে এমন সব ব্যক্তিকে বসানো হল, যাদের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই, আছে শুধু লাভ লোকসানের সম্পর্ক। রাজ্যে বরাক ব্রহ্মপুত্রে লক্ষ লক্ষ বাঙলি হিন্দু মানুষ আছে। তাদের ভোটে বিজেপি ক্ষমতায় এসেছে। অথচ বিজেপি সরকার তাদের হাতে বিদেশি নোটিশ ধরিয়ে দেওয়া ছাড়া কিছুই দেয়নি। তেজপুরে সভার পর টেলিফোনে প্রাক্তন সাংসদ শর্মা আরও অভিযোগ করেছেন এন আর সি নবিকরণের নামে বিজেপি বাংলাভাষী মানুষকে যেভাবে হেনস্থা করেছে, তার জবাব ২০২১ সালে পেয়ে যাবে। তিনি ছাড়াও কংগ্রেস দলের সভাপতি রিপুন বরা, ভূপেন বরা প্রমুখ কংগ্রেস নেতারা ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জোর দিয়ে বলেন, আগামী নভেম্বর, ডিসেম্বর বিজেপি থেকে কম করে ২৫ জন বিজেপি বিধায়ক কংগ্রেস দলে যোগ দেবে। তার ভবিষ্যৎবাণী ভুল হবে না। তা মিলিয়ে নেবেন বলে মন্তব্য করেছেন।









কোন মন্তব্য নেই