Header Ads

অভারলোড লাইমস্টোন লরি বরাকে ঢুকছে, নির্বিকার পরিবহন বিভাগ


প্রিয়া নাথ, কাটিগড়া : গোটা দেশ কোভিড ১৯ আতঙ্কে তটস্থকরোনা প্রতিরোধে সরকার প্রশাসন রাত দিন এক করে সেবা ব্রত চালিয়ে যাচ্ছেনিজের জীবনের পরিবার পরিজনের কথা না ভেবে মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেঠিক তখনই সে সুযোগকে কাজে লাগিয়ে অভারলোড লাইমস্টোনের লরির ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হচ্ছেন একদল অসাধু ব্যবসায়ীরাশনিবার দেখা গেছে, এই লাইমস্টোন বোঝাই লরি শায়েস্তা করতে মাঠে নেমেছে বদরপুর পুলিশপুলিশের অভিযোগ, এই লরিগুলিতে এমনই লোড ছিল যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারেতাদেরকে আটক করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়জানা গেছে, প্রতিদিন মেঘালয় থেকে গাড়ি গাড়ি লাইমস্টোন বরাক উপত্যকায় ঢুকছেসকাল থেকে রাত পর্যন্ত জাতীয় সড়ক হয়ে বদরপুর, কাটিগড়ার, কালাইন রাজপথে দাপিয়ে বেড়ায় লাইমস্টোন বোঝাই ছয় দশ চাকার টিপারগুলিলাইমস্টোনের এই ব্যবসায় সরকার যেমন রাজস্ব পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে ঠিক তেমনি ওভারলোডেড টিপারগুলির চলাচলে ৬ নম্বর জাতীয় সড়কও দুর্বল হচ্ছেসূত্র মতে, প্রতিদিন কমপক্ষে লাইমস্টোন বোঝাই ১০০টি টিপার বরাক উপত্যকায় ঢুকছেযার মধ্যে ছয় দশ চাকার টিপার রয়েছেছয় চাকার টিপারে সরকারি নিয়মে নয় টনের চালান কেটে আঠারো থেকে কুড়ি টন লাইমস্টোন বরাকে ঢুকছেএতে সরকার শুধু নয় টনের রাজস্ব পাচ্ছে এবং বাকি নয় থেকে এগারো টনের রাজস্ব হারাচ্ছেদশ চাকার টিপারে সরকারি নিয়মে ষোলো টনের চালান কেটে আঠাশ থেকে ত্রিশ টন লাইমস্টোন বরাকে ঢুকছেএক্ষেত্রেও বারো থেকে চৌদ্দ টনের রাজস্ব হারাচ্ছেএই হিসেবে প্রতিদিন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেপ্রতিদিন মেঘালয় থেকে আসা এই বিপুল পরিমাণ লাইমস্টোনের সিংহভাগ গুমড়া দিগরখালের এক ব্যক্তির সহযোগে উপত্যকার একটি নির্দ্দিষ্ট ঠিকানায় যাচ্ছে বলে সূত্রে প্রকাশ
বর্তমান সময়ে লাইমস্টোন মাইনস অ্যান্ড মিনারেলস বিভাগের আওতাধীন হওয়ায় এব্যাপারে বনবিভাগের কিছুই করার নেইকারণ লাইমস্টোন বোঝাই লরি আটক করার এক্তিয়ার নেই বনবিভাগের
জনগণের অভিযোগ মতে, কয়লার পর এবার শুরু হয়েছে লাইম স্টোনের রমরমা অবৈধ ব্যবসাএক শক্তিশালী সিণ্ডিকেটের মাধ্যমে এই ব্যবসা চালানো হচ্ছেএবারও সন্দেহের উর্ধে নয় বরাক উপত্যকার তিন জেলা পুলিশ পরিবহণ বিভাগ বরাকের তিন জেলায় প্রতিদিন কম করেও চুনাপাথর বোঝাই খানেক লরি এসে ঢুকেবদরপুর, করিমগঞ্জ হয়ে পাথর চুনাপাথর বোঝাই লরি ত্রিপুরাতেও যাচ্ছেযেভাবে অভারলোড নিয়ে জাতীয় সড়কে লড়ির দাপাদাপিতে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, ঠিক তেমনি লঙ্ঘিত হচ্ছে পরিবহন আইনপাশাপাশি তিলে তিলে ধ্বংসের দিকে যাচ্ছে জাতীয় সড়ক

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.