Header Ads

গুয়াহাটিতে ভূমিধসে মৃত্যু উদীয়মান শিল্পী প্রিয়ঙ্কা বড়োর

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৮ জুনঃ
রবিবার গুয়াহাটির খারগুলি এলাকায় ভূমিধসের জেরে প্রাণ হারালেন অসমের উদীয়মান শিল্পী প্রিয়ঙ্কা বড়ো (২১)। রবিবার সকাল ছয়টা নাগাদ খারগুলির হিরম্বাপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।


ছবি, সৌঃ ইন্টারনেট
প্রিয়ঙ্কা সকালে যখন বাড়ির কাজ করছিলেন, তখনই হঠাৎ কাদামাটির তাল ভেঙে পড়ে । কাদামাটির তালের নিচে চাপা পড়ে যান তিনি ।

২০১৫ সালের মাধ্যমিক পরীক্ষায় সঙ্গীতে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন তিনি ।

শাস্ত্রীয় নৃত্য, লোক নৃত্য ও বিহু নৃত্যের একজন উদীয়মান শিল্পী ছিলেন । জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছিলেন তিনি ।

No comments

Powered by Blogger.