রবিবারের সূর্যগ্রহণের পর কি করোনা সংক্রমণ নির্মূল হয়ে যাবে, দাবি জ্যোতিষীদের
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কাল রবিবারের আমাবস্যায় দেশবাসী এক বিরল
সূর্য্য গ্রহণের সাক্ষী হবেন। বলয়গ্রাস এই গ্রহণ শুরু হবে সকাল ৯-১৬ মিনিটে শেষ
হবে ৩ থেকে ৪ মিনিটে, পূর্ণগ্রাস ১২-৪৫ মিনিটে। খালি চোখে দেখতে বারণ
করা হয়েছে। এই বলয় গ্রাস সূর্য্য গ্রহণের পর কি করোনা সংক্রমণের অন্তিম দিন হবে? এমনই ভবিষ্যৎ
বাণী করেছেন জ্যোতিষীরা। এমন দাবি করছেন ২৯
সেপ্টেম্বরের পর আর সংক্রমণ থাকবে না।









কোন মন্তব্য নেই