Header Ads

নারকীয় অত্যাচারের অভিযোগ তামিলনাড়ু পুলিশের বিরুদ্ধে, মৃত বাবা -ছেলে

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২৭ জুন
পি জয়রাজ (৫৮) ও ইম্যানুয়েল বেনিকস ( ৩১)।  সম্পর্কে বাবা - ছেলে । জয়রাজ ছিলেন কাঠের ব্যবসায়ী । ছেলে ইম্যানুয়েলের ছিল মোবাইল ফোনের দোকান । তাঁদের দোকান তুতিকোরিনে।


লকডাউনের নির্ধারিত সময় সীমা পেরিয়ে যাওয়ার পরেও দোকান খুলে রাখার অভিযোগে থানায় নিয়ে গিয়ে বাবা - ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তামিলনাড়ুর পুলিশের বিরুদ্ধে । 

ছবি, সৌঃ ইন্টারনেট

পুলিশি হেফাজতে তাঁদের উপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে । শুধু নৃশংস অত্যাচারই নয় , তাঁদের উপর যৌন নির্যাতনও চালানোর অভিযোগ উঠেছে ।

থানায় তাঁদের মলদ্বারের ভেতরে লাঠি ঢুকিয়ে অত্যাচার চালায় পুলিশ বলে অভিযোগ করেছেন ইম্যানুয়েলের আইনজীবী এস মণিরামন। তাঁর আরো অভিযোগ, ইম্যানুয়েলের পিঠ থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে । দু'জনেরই বুকের রোম ছিঁড়ে ফেলা হয়েছে । এমনকি, ইম্যানুয়েলের শরীরের একাধিক জায়গা থেকে চামড়া তুলে নেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন মণিরামন।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তামিলনাড়ুর জনগণ। রাজ্যের এআইএডিএমকে সরকারকে এই ঘটনার দায় নিতে হবে বলে দাবি তুলেছেন বিরোধী ডিএমকে নেতা এমকে স্ট্যালিন।

No comments

Powered by Blogger.