Header Ads

সামাজিক ও শারীরিক দুরত্বের গণ্ডী পেরিয়ে উৎসবে মাতোয়ারা বদরপু্র


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র: সরকার এবং প্রচার মাধ্যমে দিনরাত কীভাবে করোনার আক্রমণ ঠেকাতে হবে নিয়ে প্রচারের খামতি নেইপ্রশাসনও যথাসাধ্য কড়াকড়ি করছেকিন্তু বদরপুরের কিছু মানুষকে দেখলে মনে হয় এদের কাছে যেন গুরুত্ব নেই এসবের  রাস্তাঘাটে চলাফেরায় যদিও কিছুটা সামাজিক দূরত্ব মানা হচ্ছে তবে, বদরপু্র, ভাঙ্গা, শ্রীগৌরী বাজারগুলোর অবস্থা ভয়াবহ  ভিড় জমিয়ে গায়ে গা ঘেঁষে বেমালুম বাজার করছেন সবাইএদের হাবভাব দেখে মনে হয় করোনা ভাইরাস পাকাপাকি দূর হয়ে গেছেসেই আনন্দে যেন করোনা উৎসব চলছে বদরপুরেসামাজিক দুরত্ব না মেনেই বাজার করছেন ক্রেতারা  এমনকি মুখের মাস্ক খুলেই বিক্রেতার সঙ্গে দরদাম করছেন ক্রেতারা  ক্রেতা বিক্রেতা কেউই সামাজিক দূরত্বের ধার ধারছেন নাএকই দৃশ্য ভাঙ্গা শ্রীগৌরী বাজারেওএখানেও অনেক বিক্রেতা মাস্ক ছাড়াই বিক্রি করছেন পণ্যএকজন বিক্রেতা বলেন, এখানে খুচরো বাজারের ক্রেতারা আসেন, তাছাড়া বাজারে মানুষের ভিড় থাকে তাই শব্দের জন্য ক্রেতার কথা বুঝতে অসুবিধে হয়সুতরাং মাস্ক পরা হয়নাশুধু তাই নয়, শহর অঞ্চলেও যে যার খেয়াল-খুশি মতো বাজার সারছেএছাড়া রাস্তার পাশে অস্থায়ী ভাবে গজিয়ে উঠা চায়ের দোকান সহ প্রতিটি রাস্তার মোড়ে জটলা বেঁধে দিব্যি চলছে গল্পগুজবসঙ্গে ঠাট্টা তামাশাএদের রকমসকম দেখে কে বলবে পুরো দেশ মহামারীর কবলে ! অথচ কোথাও এক মিটার দূরত্ব মানা হচ্ছে নাএকবার কম্যুনিটি স্প্রেড  শুরু হলে যে কী অবস্থা হবে তার ন্যুনতম ধারণা বোধহয় নেই এদেরএই অবস্থায় যদি প্রশাসন কড়া অবস্থান না নেয় তবে পরিস্থিতি তখন আয়ত্বের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.