Header Ads

বন্য প্রানী এখনো সুরক্ষিত নয় কাটিগড়ায়


প্রিয়া নাথ, কাটিগড়া : কাটিগড়ার কাতিরাইলে পানীয় জলের ট্যাঙ্কে ১৩টি বানরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রবিবার অপরাহ্নে কাতিরাইলের ভোলাগিরি পানীয়জল প্রকল্পের একটি ট্যাঙ্কে বানরগুলির মৃতদেহ দেখতে পায় এলাকার কয়েকটি শিশু। শিশুরা তখন এলাকার বড়দের ঘটনাটি জানায়। শিশুদের মুখ থেকে ঘটনাটি শুনে এলাকার মানুষ ছুটে এলে বানরের মৃতদেহগুলি দেখেন। খবর দেওয়া হয় বনবিভাগে। খবর পেয়ে শিয়ালটেক বিট অফিসার দেবাশিস দত্ত বনকর্মীদেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৩টি বানরের মৃতদেহ উদ্ধার করে কালাইন রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান। সোমবার সকালে বানরের মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বনবিভাগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.