Header Ads

চৈতালি বেলাশেষে...এক বাংলাদেশী মেয়ের গপ্প... উনবিংশ পর্ব (১৯)

দেবাশীষ মুখার্জী

মৌলির জেঠু আর মামা মৌলির জিনিসপত্র সমেত মৌলি যে মেসটা ঠিক করেছিলো সেখানে পৌঁছে যান..

সমস্ত জিনিসপত্র এক এক করে মৌলির ঘরে তুলে দেওয়া হয়...

এরপর জেঠু আর মামার যাবার পালা....

মৌলির জেঠু মৌলির হাতে পাঁচহাজার টাকা দিয়ে বলেন....এটা রাখো...কাজ চালাও এটা দিয়ে...তবে একটা কথা এর পর আমার আর আমার পরিবারের সাথে কোন সম্পর্ক রেখো না...আমি চাইনা তুমি আমার পরিবারের সাথে সম্পর্ক রাখো....

এটা বলেই জেঠু আর মামা মৌলিকে সেখানে একা ফেলে বাড়ির উদেশ্যে রওনা দিলেন...

একা এই মহানগরে একা একটা মেয়ে.....

জেঠু আর মামা চলে যেতেই মৌলি মেসে ঢুকতে যাবে এমন সময় পিছন থেকে কে যেন তার নাম ধরে ডাকলো...

মৌলি ঘুরে দেখে সানি দাঁড়িয়ে একটু ধুরে...

মৌলি চমকে উঠে বলে....তুমি এখন...!!!!

সানি বলে আমি অনেক্ষন এখানে আছি...সব দেখেছি...

সানি পকেট থেকে একটা মোবাইল বার করে মৌলির হাতে দিয়ে বলে....এতে আমার নাম সেভ করা আছে..টুকতে হবে না....

সানি বলেই হেসে ফেলে....

মৌলি হাসতে পারেনা...হাসিটা যেন বুকের মধ্যে দলা পাকায়...দমকে দমকেও বেরিয়ে আসতে চায় না....

সানি বলে...তোমায় পৌঁছে দিয়ে আসি তোমার ঘরে...

মৌলি ঘাড় নাড়ায়...বলে না...এটা লেডিস মেস....

সানি বলে....!!!!!

আঁচলে মুখ ঢেকে এক ছুটে মেসে চলে যায়....মৌলি

বলতো আরশী তুমি মুখটি দেখে....
যদিও কাজল আমি পরিনি...
যদিও কবরী আজ বাঁধিনি....
তবু...বলতো রুপসী কে তোমার চোখে....

আসি এবার...আবার দেখা হবে অন্য এক গল্পে...

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.