ত্রিপুরায় লকডাউনে ঘরে বসেই শটফিল্ম প্রকৃতিপ্রেমী নাদিয়ার
বিপ্লব বৈদ্য, আগরতলা : করোনা ভাইরাস আমাদের দেখাল প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা। মানুষ যখন অন্য জীবদের নিয়ে নির্মম রসিকতা করে তখন তাদেরও যে কষ্ট হয়, নিজেরাই তা টের পাচ্ছেন লকডাউনে পড়ে, এই অনুভূতি থেকেই সাত মিনিটের শটফিল্ম বানিয়ে তাক লাগালেন ত্রিপুরার বছর তিরিশের তরুনী নাদিয়া দাস। পেশায় ইংরেজির শিক্ষিকা নাদিয়ার নেশা প্রকৃতি প্রেম। পাহাড় ঘেরা উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জীবন শৈলী, খাদ্যাভাস, সংস্কৃতি ও জৈব বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য গোটা দুনিয়ার নজরে আনতে বদ্ধপরিকর নাদিয়া ত্রিপুরার প্রকৃতি পর্যটন কেন্দ্র ডম্বুর, তৃষ্ণা অভয়ারণ্য এবং ত্রিপুরার উপজাতিদের খাদ্যপ্রনালী নিয়ে তৈরী করেছেন তথ্যচিত্রও। লকডাউনের কারনে ঘর থেকে বার হওয়া মানা। তাতে কি?
উদ্যমী নাদিয়া নিজের মাসির ঘরে খাঁচায় বন্দি পাখি আর প্রতিদিনের রুটিন পাল্টে যাওয়া পাঁচ ক্লাসের পড়ুয়া মাসতুতো বোন মোহনার ঘরে আটকে থাকার যন্ত্রণা নিজের মোবাইল বন্দি করে কারিগরী দক্ষতায় ঘরে বসেই বানিয়ে ফেললেন সাত মিনিটের শটফিল্ম-'দ্যা গোল্ডেন কেইজ'। NAADIA'S Dayout, নামের নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে শটফিল্মটি আপলোড করে পেয়েছেন প্রচুর লাইক, হচ্ছে শেয়ারও। লকডাউনের জীবন যন্ত্রনায় তিতিবিরক্ত মানুষকে সচেতন করতে এইভাবে কাজ করে যেতে চান প্রকৃতি প্রেমে মাতোয়ারা নাদিয়া।
উদ্যমী নাদিয়া নিজের মাসির ঘরে খাঁচায় বন্দি পাখি আর প্রতিদিনের রুটিন পাল্টে যাওয়া পাঁচ ক্লাসের পড়ুয়া মাসতুতো বোন মোহনার ঘরে আটকে থাকার যন্ত্রণা নিজের মোবাইল বন্দি করে কারিগরী দক্ষতায় ঘরে বসেই বানিয়ে ফেললেন সাত মিনিটের শটফিল্ম-'দ্যা গোল্ডেন কেইজ'। NAADIA'S Dayout, নামের নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে শটফিল্মটি আপলোড করে পেয়েছেন প্রচুর লাইক, হচ্ছে শেয়ারও। লকডাউনের জীবন যন্ত্রনায় তিতিবিরক্ত মানুষকে সচেতন করতে এইভাবে কাজ করে যেতে চান প্রকৃতি প্রেমে মাতোয়ারা নাদিয়া।
কোন মন্তব্য নেই