বরাকের বরিষ্ট আরএসএস প্রচারককে চিঠি প্রধানমন্ত্রীর
নয়াঠাহর প্রতিবেদন,
বিহাড়া : মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ট প্রচারক শশিকান্ত চৌথাইওয়ালে (শশীজী)কে একটি চিঠি পাঠালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শশীজী উত্তর পূর্বাঞ্চল তথা বরাকে দীর্ঘদিন থেকে সংঘের কাজের বুনিয়াদ তৈরী করেছিলেন বলে জানা যায়। এরই অনুভব নিয়ে গত ফেব্রুয়ারী মাসে তিনি 'মেরী প্রচারক যাত্রা'
শীর্ষক আত্ম জীবনি মূলক পুস্তকেরত উন্মোচন করেন।
পত্রে প্রধানমন্ত্রী শশীজীর লিখিত আত্ম জীবনি 'মেরী প্রচারক যাত্রা'র প্রশংসা করেন। এতে তিনি সংঘ প্রচারক শশীজীর সমাজের প্রতি নিষ্ঠা ও সমর্পনের কথা তোলে ধরেন। 'মেরী প্রচারক যাত্রা'
পুস্তকটি বিশেষ করে তরুণ পাঠকদের প্রেরণা যোগাবে বলে মত প্রকাশ করেন তিনি। এছাড়া,
পুস্তকটি পাঠক কুলে সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন দেশের প্রধান মন্ত্রী।
উল্লেখ্য,
শশিকান্ত চৌথাইওয়ালে মূলত মহারাষ্ট্র নাগপুরের স্বয়ংসেবক। জানা যায় গুরুজীর প্রেরণায় এক সময় উনার পরিবার থেকে একসাথে তিন জন আজীবন প্রচারক থেকে সংঘের কাজ করার সিদ্ধান্ত নেন। শশীজী দীর্ঘ দিন থেকে বরাক তথা উত্তর পূর্বাঞ্চলে সংঘের কাজ করেন। বর্তমানে তিনি শিলচরে থেকে সংঘটনের কাজ কর্ম তদারকি করেন।
কোন মন্তব্য নেই