দুটি পেপার মিলের অভুক্ত শ্রমিকদের জন্য সরকার এগিয়ে আসুক, দাবি প্রদীপদত্ত রায়ের
নয়া ঠাহর, গুয়াহাটিঃ গোটা বিশ্ব সহ ভারতবর্ষে করোনায় ভয়ঙ্কর
পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাতে ভারতবর্ষে আজ টানা দু'মাস ধরে লকডাউন
চলছে। এই লকডাউনের ফলে সারা ভারতবর্ষের মানুষ খুব অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন।
কিন্তু তাতে যারা উচ্চবিত্ত মানুষ তাদের কোনো অসুবিধা নেই, কারণ তাদের কোনো
আর্থিক সমস্যা নেই। যারা নিম্নবিত্তের মানুষ কাছে রীতিমতো এদের জন্য সরকার যা
করছেন যথেষ্ট। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করছেন
নিম্নবিত্ত কৃষক-শ্রমিকদের জন্য। পরিযায়ী পরিশ্রম ইত্যাদি ২০০০ টাকা করে দেয়া
হচ্ছে। উচ্চবিত্ত তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু মধ্যবিত্তরা আজ ভয়ঙ্কর
পরিস্থিতির মধ্যে পড়েছেন। কারণ মধ্যবিত্তরা না সরকার থেকে কোন সাহায্য পাচ্ছেন না।
তারা তাদের জমানো টাকায় দিনাতিপাত করছেন। বিশেষ করে চাকরিজীবী, উকিল, সাংবাদিক এই
সমস্ত মানুষ প্রচন্ড সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। আমাদের দেশে উচ্চবিত্ত সংখ্যা
হবে ২০ শতাংশ, নিম্নবিত্তের
সংখ্যা হবে প্রায় ৪০ শতাংশ আর বাকি রইল ৪০ শতাংশ হলেন মধ্যবিত্ত। মাননীয়
প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি তাদের জন্য কিছু একটা করুন।
পেপার মিলের শ্রমিকরা আজ খেতে পারছেন না। তাদের জন্যকথা বলার কেউ নেই।
সরকার প্রতিশ্রুতি দিয়েছিল পেপার মিল খুলে দেওয়া হবে। ২০ লক্ষ কোটি টাকার মধ্যে
তিন লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্পের জন্য। কিন্তু
এই পেপারমিল দুটো খুলতে পারছেন না সরকার। সম্মানের ভয়ে কর্মচারীরা কিছু বলতে
পারছেন না তাই খুব কষ্টে আছে। এদের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কিছু একটা
করুন আমি তার আবেদন করছি। আমি আশা করব সরকার ৪০ শতাংশ দেশের মধ্যবিত্ত মানুষের
জন্য যারা প্রকৃত ভোটার তাদের জন্য কিছু ভাববেন এই আশা করছি আমি।
প্রদীপ দত্ত রায়
প্রাক্তন ছাত্রনেতা
আইনজীবী গৌহাটি হাইকোর্ট
কোন মন্তব্য নেই