Header Ads

ভারত আক্রমণে হিম্মত দেখাবে না চীন তবু যুদ্ধের প্রস্তুতি !!


বিশ্বদেব চট্টোপাধ্যায়

করোনা মহামারি পরিস্থিতিতেই ক্রমে ঘনাচ্ছে যুদ্ধের আবহবিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্যে চীনের বিরুদ্ধে আঙুল তুলেছে ভুক্তভোগী দেশগুলোপ্রবল চাপের মধ্যে রয়েছে চীনচীন থেকে বিপুল পরিমাণে ব্যবসাবাণিজ্য গুটিয়ে নিয়ে বেশ কিছু প্রধান সারির দেশ ভারতে নিয়ে যাওয়ার কথা ভাবছে এবং কাজও শুরু করে দিয়েছেভারতও মোটামুটি বুঝিয়ে দিচ্ছে চীনের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক রাখা নিয়ে তারা আর গুরুত্ব দিয়ে কিছু ভাবতে চাইছে নাচীন খনই বিশ্ব রাজনীতিতে বেশ চাপে পড়ে যায় তখনই নরমে-গরমে ভারতকে তারা পাশে পেতে চায়ভীতি হুমকি প্রদর্শনের রাজনীতির আশ্রয় নেয়সীমান্তে সেনা মোতায়েন করে--আগ্রাসনের হুমকি দিয়ে ভারতকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করেএই ধরণের রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে চীন নেদপালকে ভারতের বিরুদ্ধে উস্কে দিচ্ছেচীনের ছাতার নিচে দাঁড়িয়ে নেপালও তাই ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছে--কারণ তারা জানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে নেপালের ছোটখাট সেনাবাহিনী চীনা সেনাবাহিনীর সেবাদাসের ভূমিকায় থাকবে--লড়াইটা লড়বে চীনা সেনারাইতা না হলে যে নেপালকে এক ফুঁয়ে ভারত উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার বিরুদ্ধে এত চোটপাট দেখায় কি করে ! ভারত-চীন তাই মুখোমুখি সীমান্তেনিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের কাছে একাধিক জায়গায় মুখোমুখি ভারত-চীন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলোআর এবার ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, চীনা সেনাবাহিনীকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়িয়ে তুলতে ! সাউথ চায়না মর্নিং পোস্ট- জানিয়েছে, চীনা সেনাবাহিনীকে সশস্ত্র সংঘর্ষের জন্য প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শিতিনি বলেন, সামরিক কাজ সম্পাদন করতে আরো সক্ষম হতে হবে চীনাদের চীনের পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক বৈঠক চলাকালে চীনা সামরিক কর্মকর্তাদের এই কথা বলেন শিপিপলস লিবারেশন আর্মি (পিএলএ) কভিড -১৯ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সহায়তা করার ক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বলে জানান তিনিতবে করোনা চলাকালে নতুন উপায়ে সামরিক প্রশিক্ষণ বাড়ানোর কথাও বলেন ওদিকে তাইওয়ান হংকং নিয়েও বিপাকে পড়েছে চীনবর্তমান সরকার মনে করে তাইওয়ান চীনের একটি প্রদেশকিন্তু তাইওয়ান সরকার চীনা শাসন নীতিতে বিশ্বাস করে নাচীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ান বলেছেন, চীন তীব্র নিরাপত্তার হুমকির সম্মুখীন হচ্ছেবিশেষত তাইওয়ানের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তিনি আরো বলেন, তাইওয়ানের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বাহ্যিক শক্তির ওপর নির্ভর করছেসেই সঙ্গে বিচ্ছিন্নতার পথে এগিয়ে চলেছেপরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে এরকম একটা পরিস্থিতিতে চীন ভারত আক্রমণের মতো আত্মঘাতী হিম্মত দেখানোর আগে ১০০ বার ভাববে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণাকারণ, আজকের এই ভারত ৬১ ভারত যে নয় সেটা চীন নিশ্চিতভাবেই মনে করে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.