Header Ads

অসমের উৎপাদিত কুমড়ো রপ্তানি করা হল দুবাই, মুখ্যমন্ত্রী কার্গো বিমানের ফ্ল্যাগ অফ করলেন



অমল গুপ্ত, গুয়াহাটি : অসম সরকারের কৃষি বিভাগ গত দু-তিন বছর থেকে আবুধাবি,  সিঙ্গাপুর, দুবাই, হংকং, লন্ডন বিভিন্ন রাষ্ট্রে অসমে উৎপাদিত সবুজ শাক-সব্জি, ফল-মূল রপ্তানি করছে। এ পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন শাক-সব্জি পাঠিয়েছে। আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কৃষিমন্ত্রী অতুল বরা, পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বিমানবন্দরে এক কার্গো বিমানের ফ্ল্যাগ অফ করে অসমের উৎপাদিত কুমড়া পাঠান, অসমীয়াতে যাকে রাঙা লাউ বলে। নিম্ন অসমে এবার প্রচুর কুমড়ো উৎপাদিত হয়েছে। বরপেটা, খারুপেটিয়া প্রভৃতি অঞ্চলে প্রচুর সবুজ সবজি উৎপাদিত হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ গুয়াহাটি গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সবুজ পতাকা দেখিয়ে ফ্ল্যাগ অফ করে বলেন,  এ পর্যন্ত ১৮২ মেট্রিক টন কাঁচা শাক-সব্জি, ফল-মূল রপ্তানি করা হয়েছে। আজ প্রায় ৫০ টন কুমড়ো রপ্তানি করা হল। জানান, বিমান কার্গোর কোল্ড স্টোরেজে ৫০ মেট্রিক টন পর্যন্ত শাক-সব্জি মজুত করে রাখা যাবে। অসমের কৃষকদের উৎপাদিত সামগ্রী বাইরে রপ্তানি করা হলে গরিব কৃষকরা লাভবান হবে। তিনি প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আগামী ২০২২ সাল থেকে কৃষকদের দুই গুণ লাভ হবে। তিনি বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে, অফিসারদের সঙ্গে কথা বলে করোনা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, আজ পর্যন্ত ৩৩টি বিমানে ৩৪২১ জন যাত্রী নেমেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.