Header Ads

আবার লক ডাউন ১৪ দিনের, ৩১ মে পর্যন্ত বৃদ্ধি, করোনা সংক্রমণ বেড়েই চলেছে



অমল গুপ্ত গুয়াহাটি : কেন্দ্রীয় সরকার আজ চতুর্থ পর্যায়ে আরও ১৪ দিন লকডাউন ঘোষণা করে। ৩১ মে পর্যন্ত চলবে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন মোতাবেক আগের নিয়ম নীতি কিছু সংশোধন করে লকডাউন চালু হবে। তবে এবার সন্ধ্যা ৬ টা নয় সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কারফিউ থাকবে। তবে গ্রীন, অরেঞ্জ ও রেড জোন সম্পর্কে রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রেন, বিমান চলবে না, আন্তঃরাজ্য বাস চলবে, অর্ধেক যাত্রী নিয়ে যেতে হবে, শপিংমল, সিনেমা হল, জিম, সেলুন, ধর্মীয় স্থান, হোটেল বার সব বন্ধ থাকবে, রেস্তোরাঁ খোলা থাকবে হোম ডেলিভারী থাকবে। কন্টেনমেন্ট জোনে জরুরি আইন বলবৎ থাকবে। দেশ জুড়ে করোনা ভাইরাস বেড়েই চলেছে। দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭২ জন, ৯০ হাজার ৯২৭ জন আক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২৩২ জনের। অসমে মৃত্যু হয়েছে মাত্র ২ জনের, আক্রান্ত হয়েছে ৯৭ জন, সুস্থ হয়ে উঠেছে ৪১ জন। হাসপাতালে আক্টিভ কেস হিসাবে চিকিৎসাধীন ৫২ জন, বাইরের আছে ২ জন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইট করে একথা জানান। তিনি জানান, চেন্নাই থেকে আসা ২৮ বছরের এক যুবকের কোভিড পজিটিভ ধরা পড়েছে, সে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই যুবক গতকাল চেন্নাই থেকে বরাকে এসেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.