Header Ads

লক্ষী মটরসের বিরুদ্ধে জাটিঙ্গা নদী থেকে বোল্ডার পাথর চুরির অভিযোগ গ্রামবাসীর

 বিপ্লব দেব, হাফলং ৭ মেঃ নির্মাণ সংস্থা লক্ষী মটরসের বিরুদ্ধে এবার জাটিঙ্গা নদী থেকে পাথর ও বোল্ডার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। লকডাউনের মধ্যে জাটিঙ্গা নদী থেকে পাথর ও বোল্ডার চুরি করে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন করেন পুরালংমা গ্রামের গ্রাম প্রধান বাইডানন খেরসা। গ্রামবাসীরা বাঁধা দেওয়া পর ও জাটিঙ্গা নদী  দেওয়ার পর ও এক প্রকার জোর করেই জাটিঙ্গা নদী থেকে পাথর ও বোল্ডার বোঝাই করে নিয়ে যাওয়ার সময় নির্মান সংস্থার একটি এল এন টি মেশিন আটক করেন গ্রামের বাসিন্দারা। 

গ্রামপ্রধানের অভিযোগ গ্রামবাসীদের অনুমতি ছাড়াই অবৈধ ভাবে গ্রামের মধ্যে দিয়ে মাটি কেটে প্রায় ৪০০ মিটার রাস্তা নির্মান করে জাটিঙ্গা নদী থেকে দিব্যি পাথর বোল্ডার তুলে নিয়ে যাচ্ছে লক্ষী মটরস নামের নির্মান সংস্থা জানিয়েছেন গ্রামপ্রধান বাইডানন খেরসা। এদিকে বনবিভাগ সুত্রে জানা গিয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও বনবিভাগের অনুজ্ঞাপত্র ছাড়াই লক্ষী মটরস নামের নির্মান সংস্থাটি জাটিঙ্গা নদী থেকে বোল্ডার ও পাথর চুরি করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে গ্রামপ্রধান বাইডানন খেরসা এনিয়ে বনবিভাগের কাছে অভিযোগ করার পর বনরক্ষী বাহিনী সেখানে গেলে তেমন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। ফরেষ্টার জহর দাওলাগাপু বলেন গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে তারা এখানে এসেছেন অভিযোগ খতিয়ে দেখতে তবে লক্ষী মটরসের কাছে জাটিঙ্গা নদী থেকে পাথর বোল্ডার তোলার কোনও অনুজ্ঞাপত্র নেই বলে সংবাদ মাধ্যমকে জানান জহর দাওলাগাপু।  তবে একাংশ গ্রামবাসীর অভিযোগ হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে থাকা ২৫ কিলোমিটার রাস্তা মেরামতির দায়িত্বে থাকা লক্ষী মটরস নামের নির্মান সংস্থাকে জাটিঙ্গা নদী থেকে পাথর বোল্ডার নিয়ে যেতে বাধা দেওয়ার পর ও নির্মান সংস্থা ট্রিপার দিয়ে পাথর ব্লোডার তুলে নিয়ে যাচ্ছে আর এক্ষেত্রে বনবিভাগের একাংশ কর্মী জড়িত থাকতে পারে বলে ও অভিযোগ করেন গ্রামবাসীরা। তাই অবিলম্বে এসব বন্ধ করতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন পুরালংমা গ্রামের গ্রামপ্রধান বাইডানন খেরসা সহ গ্রামের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.