Header Ads

২৫শে বৈশাখের প্রণাম...


কবি আশুতোষ দাস
(স্টাম্পটি ডিজাইন করেছেন সত্যজিৎ রায়)
রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ তুমি আমার প্রতিদিনে
জীয়নকাঠি মন্ত্র পাঠের জেগে ওঠা
ধ্বনি,

ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমক জীবন জুড়ে
ঢেউ এর স্রোতে সারাবেলা কথামালা
শুনি

তোমার ভুবন ছুঁতে গিয়ে উড়তে থাকে পাখির ঝাঁকের মতন কেবল আনন্দিত
খাতা,

আমার মনে তোমার চিন্তন হৃদয় জুড়ে
নক্সীসূতোয় বুনেবুনে শব্দ গুলো
গাঁথা

তুমি আমার নদীরগর্ভে খুঁজেপাওয়া অনেক দিনের সাধন যঞ্জের ফিরে পাওয়া
ভূমি,

সারাবেলা হৃদয় কোনে ঘন্টি বাজাও
চলার পথের মাঙ্গলকী সকল কিছুই
তুমি 

ঝরাপাতার বির্পয্যস্ত ঘূর্ণি ঝড়ে
তোমার বাণী আমার হলো সারাক্ষণের
সাথী

আষ্টেপৃষ্ঠে তুমি আছো তুমি জ্বালাও
সবার ঘরে সঞ্জীবনী আধার ঘরের
বাতি



আলো                     

ঘরের ভেতর পায়চারি করতে করতে আলো খুঁজছিলাম, রাত্তিরে যখন লোডশেডিং হলে ম্যাচ খুঁজে গেরস্থী মানুষ,
বলাযায় সেই রকম আমি,
কোথাও এখন আলো নেই এযেন রহস্য মায়াপুরী,
একটা অজানা ভয় তাড়িয়ে নিয়েছে
সব ঠিক আছে রোদওঠেছে ঠিকই কিন্তু আলোর উত্তাপ নেই,
মেঘ উড়ছে আকাশে তবু যেন মনেহয়,
মেঘের গম্বুজে অন্ধকার
সমস্ত রাস্তায় কোন পদছিন্ন নেই
শুধু সাপের খোলস,
সমস্ত মানুষ ভয়ে জবুথবু হয়ে ঘর বন্দী
সকল মানুষ বুঝি কোন ক্রীড়ানখের অদৃশ্য খেলায় দাসখত নিয়ে বসে আছে,
তবু
নদীর ঢেউের শব্দে গান গেয়ে ওঠে মাঝি
তার সেই গানে,
জীবনের সঙ্গে অনন্ত লন্ঠন দোলে
প্রত্যাশার বুক জেগেঅপেক্ষায় থাকে কখন ওঠবে আবার ঢেউ
জোয়ারে কখন ভেসে নিয়ে  যাবে আবর্জনা
জেগে ওঠবে তখন
নতুন ভোরের উদ্ভাসিত আলো
আর
ছলাৎ ছলাৎ দাড় টানার শব্দের ধ্বনি এপারে ওপারে ভেসে যাবে 
সেই প্রতিধ্বনি
বলবে এক্ষুনি জেগে ওঠো
ঘরে, চৌরাস্তায়, সমস্ত পৃথিবী ময় ছড়িয়ে পড়বে সেই বার্তা জেগে ওঠ, জেগে ওঠ
সেই বার্তা কি অনন্ত আলো!

সেই আলো খুঁজে নিতে দাঁড়িয়ে রয়েছি।


কবি পরিচয : কবি আশুতোষ দাস বরাক উপত্যকার হাইলাকান্দি শহরের বাসিন্দা। শিক্ষকতা থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। সাহিত্যের বিভিন্ন ধরনের সৃজনী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.