Header Ads

মেঘালয়ে ২৫৮ রুমের " করোনা কেয়ার সেন্টার"উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

ননী গোপাল ঘোষ, শিলং, ৭ মেঃ 
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বৃহস্পতিবার ২৫৮ রুমের " করোনা কেয়ার সেন্টার ও কোয়ারেন্টাইন ফেসিলিটি "-র উদ্বোধন করলেন শিলঙের উমসাউলিতে।
উদ্বোধনে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং ও রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলেকজান্ডার এল হেক।

মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট  ( আইআইএম)-এর সহযোগিতায় একমাসের মধ্যে  সংস্কারের কাজ শেষ করা হয়েছে ।চারজন ডাক্তার, ১২ জন নার্স, তিনজন ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও এক্স -রে টেকনিশিয়ান থাকবেন সঙ্গে থাকবে সহযোগী টিম । রুমের সঙ্গে থাকবে রুম লাগোয়া বাথরুম । ২৪ ঘন্টার পুলিশ ব্যবস্থাও থাকবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.