Header Ads

এম আর বাঙ্গুর হাসপাতালের রোগীকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা, হাতে নাতে ধরলেন স্থানীয়রা !!

 বিশ্বদেব চট্টোপাধ্যায়

করোনা সংক্রামিত কলকাতায় রোগীকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা অ্যাম্বুলেন্স চালকের। স্থানীয়রা হাতে নাতে ধরে ফেললে ফের অ্যাম্বুলেন্সে তুলতে বাধ্য হন চালক। রোগী এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে।

এমআর বাঙ্গুর হাসপাতালের চিকিৎসাধীন রোগীকে নিয়ে তাঁর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। রোগী বেহালার বাসিন্দা। নেতাজি নগরে তাঁর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। কিন্তু রোগী তাঁর আত্মীয়ের বাড়িতে সমস্যা হওয়ায় তাঁকে নিয়ে ফিরতে বাধ্য হয় অ্যাম্বুলেন্সটি। তখনই পথে রোগীকে ফেলে পালানোর চেষ্টা করে অ্যাম্বুলেন্স চালক ও তার দুই সঙ্গী।
রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ফুটপাতে রাখা হচ্ছে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা সঙ্গে সঙ্গে খবরদেন নেতাজিনগর থানায়। স্থানীয়দের হস্তক্ষেেপই ফের ফুটপাথ থেকে রোগীকে অ্যাম্বুলেন্সে তোলেন তাঁরা। পুলিস গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।
এমআর বাঙ্গুর হাসপাতাল জানিয়েছে কোমরে ব্যাথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু এখন করোনা রোগীর চিকিৎসা চলছে বলে সাধারণ রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। তাই তাঁর
দাদার পরামর্শ নিয়েই রোগীকে তাঁর আত্মীয়ের বাড়িতে পাঠানো হয়েছিল।
লোমহর্ষক এ কাহিনী এখানেই শেষ না শুরু তা একমাত্র ঈশ্বরই জানবেন !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.