Header Ads

চার সাংসদ কোয়ারেন্টাইন সেন্টারে, করোনা ভাইরাস আক্রান্তদের সংখ্যা ৮৩১ জন



নয়া ঠাহর, গুয়াহাটি : দেশের শিল্পোন্নত রাজ্য মহারাষ্ট্র,  দেশের বাণিজ্যনগরী, দেশকে সবচেয়ে বেশি রাজস্ব দেয়। সেই রাজ্যের করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। আজ সন্ধ্যা পর্যন্ত ১৮৫৭ জন,  শিল্পোন্নত এই রাজ্যের প্রধান মানব সম্পদ হচ্ছে উত্তর প্রদেশ, বিহারের গরিব শ্রমিক, যাদের মুম্বাই নগরীতে থাকার অধিকার বা আর্থিক সামর্থ নেই। কোটি কোটি টাকার শিল্পপতি,  গ্ল্যামার ঝলমলে বলিউডের নায়ক-নায়িকাদের পাশে কি করেই বা দিন দরিদ্র পরদেশী শ্রমিকদের জায়গা হবে? দূরে আবর্জনার স্তুপ, ছেঁড়া কাঁথা, প্লাস্টিকের  বস্তায়, রং চটা ভাঙা চোরা, আলো-বাতাস হীন স্যাঁতস্যাঁতে ছোট ছোট কয়েক লক্ষ ঘর, টিবি, ক্যান্সার, রক্তহীনতা, পুষ্টিহীনতা রোগ নিয়ে মুম্বাইয়ের লজ্জা, মুম্বাইয়ের কলঙ্ক এশিয়ার সব চেয়ে বড় বস্তি ধারাভি। 

এই বস্তির সম্পদ অন্য রাজ্যের গরিব পরিযায়ী শ্রমিকদের দেহে বেশি সংক্রমণ হয়েছে। শিল্প সম্পদে বলীয়ান মুম্বাই, মহারাষ্ট্রের শিল্পপতি নিজেদের মুনাফা বাড়াতে কালো টাকা বিদেশের ব্যাংকে লুকিয়ে রাখতে বেশি মনোনিবেশ করেছে। অসমে বন্যায় প্রায় ১০ টি জেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। করোনা আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৮৫৬ জন দাঁড়িয়েছে। ৮৭ জন সুস্থ হয়েছেন। আজ ৭৩ জন আক্রান্ত হয়েছে। শুধু গুয়াহাটি মহানগর সহ কামরূপ মেট্রো জেলাতে ১৩ জন কোভিড আক্রান্ত হয়েছে।  কোয়ারেন্টাইন সেন্টার থেকে অনেকে পালাচ্ছেন বলে অভিযোগ আসছে, সাংসদ গৌরব গগৈ, সংসদ প্রদ্যুৎ বরদলৈ, সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য এবং সাংসদ রিপন বরা সেই সঙ্গে বিধায়ক রেকিবুদ্দীন আহমেদকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.