Header Ads

লকডাউনের বাজারে সাংবাদিকদের দুরাবস্থা মোচনে বহু সংগঠন এগিয়ে এসেছে


নয়া ঠাহর, গুয়াহাটি : দেশজুড়ে লকডাউন চলছে। করোনা ভাইরাস উদ্ভূত জটিল পরিস্থিতিতে সংবাদ জগতের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ঘরে ঘরে সংবাদপত্র পৌঁছানো যাচ্ছে না। দেশের অনেক সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ার পথে। অসমের সংবাদপত্রের অবস্থা খুবই খারাপ। স্বল্প বেতনের সাংবাদিকদের জীবন মরণ অবস্থা। সংসার চলেছে না। এই দুরবস্থার মধ্যে ভালো খবর রাজ্যের বহু দল সংগঠন দুস্থ সাংবাদিকদের সাহায্যে এগিয়ে এসেছে। গুয়াহাটি প্রেস ক্লাব এবং দিসপুর প্রেস ক্লাবের পাশে দাঁড়িয়েছে। দিসপুর প্রেস ক্লাব ও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম বা জাফার পক্ষে সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রায় আজ জানান, আজমল ফাউন্ডেশন, ডাউন টাউন হাসপাতাল, জি এন আর সি, বিজেপি-র গুয়াহাটি মহানগর কমিটি, অসম সংখ্যালঘু উন্নয়ন পরিষদ, অসমে মাদকদ্রব্য নিবা এনরণী পরিষদ, আবগারি বিভাগ প্রভৃতি সংগঠন খ্যদ্য সামগ্রী, সানিটাইজার, মাস্ক প্রভৃতি দিয়েছে। অপরদিকে গুয়াহাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় রায় জানান, আজমল ফাউন্ডেশন, রোটারি ক্লাব, অসম অলিম্পিক সন্থা, নর্থইস্ট ডাওসেশন সোশ্যাল সার্ভিস সোসাইটি প্রভৃতি সংগঠন ছাড়াও বিমল নাহাটার মত বহু ব্যাক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দুই প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। অসম সরকার সাংবাদিকদের জন্য ৫০ লক্ষ টাকার জীবন বীমা ঘোষণা করেছে, তাতে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.