Header Ads

৬৫ বছরের বেশি রাজ্যপাল কি করে কোকড়াঝাড়ে বৈঠক ডাকেন প্রশ্ন সাংসদ দৈমারীর



অমল গুপ্ত, গুয়াহাটি : লকডাউন বিধিতে ৬৫ বছরের বেশি এবং ১৪ বছরের শিশুদের ঘরের বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে নাবিটিসি প্রশাসনের তত্ত্বাবধায়ক হয়েছেন অসমের রাজ্যপাল জগদীশ মুখী, তিনি কোকরাঝড়ে অফিসারদের এক বৈঠক ডেকেছেনসেই বৈঠকে ৬৫ বছরের বেশি এক জন ব্যাক্তি কি করে যোগ দেবেন?  তিনি কি লকডাউন বিধি মানবেন না? আজ সাংসদ বিশ্বজিৎ দৈমারী এই প্রশ্ন তুলেছেনতিনি বলেন, মন্ত্রী, রাজ্যপালরা কি সব নিয়মের বাইরে? বিধি ভঙ্গের অভিযোগে সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে বলেও প্রশ্ন তোলেন সাংসদ দৈমারী

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.