Header Ads

উনিশের কবিতা


আশুতোষ দাস

উনিশ মানে উথাল-পাতাল  ঝড়ে ভেঙে  উড়ে আসা হাওয়া, 
উনিশ মানে আগুন ঝড়ে তপ্ত দিনের প্রতিবাদী ধাওয়া 

উনিশ মানে আত্ম বিশাস জেগে ওঠার হারানো সেই গান
উনিশ মানে  তোমার আমার বেঁচে থাকার আত্মবিলিদান

উনিশ মানে উজান ভাটির পদ্মা বরাক জুড়ে ওঠে ঢেউ,
উনিশ মানে কমলা শচীন তাদের কথা ভুলে না কেউ

উনিশ মানে মাতৃভাষায় গড়িয়ে যায় বাঁধ ভাঙা নদী,
উনিশ মানে  সারাবেলা তাদের কথা বলে যাচ্ছে নিরবধি

উনিশ মানে বরাকপারের উড়ে যাওয়ার নানা রঙের  পাখি,
উনিশ মানে বরাক পদ্মার রক্তদিয়ে বেঁধে দেওয়া রাখি

উনিশ মানে মাকমলার জল ভরার বাঙলাভাষায় কলসী,
উনিশ মানে উথাল উথাল-পাতাল ধামাইল গানে নাচতে থাকে বৌ ঝি

উনিশ মানে কালো মেঘে ছেয়ে যাওয়া মেঘের সারি সারি,
উনিশ মানে শোকগাথায় জ্বলছে
বাড়ি বাড়ি

উনিশ মানে রক্ত সূতায় অমলিন এক
নক্সিকাঁথা,
উনিশ মানে বরাক পারের  অলৌকিক একরক্তখাতা

উনিশ মানে মাঠার্কুমার পদ্মপুরাণ সারাবেলা, পাঠ,
উনিশ মানে  মুক্ত হাওয়ায় স্বাধীন দেশের জোৎস্না ভরা মাঠ

উনিশ মানে কুরুক্ষেত্রের বেজে ওঠা
যুদ্ধ শুরুর  শিঙা,
উনিশ মানে বরাক নদীর ছুটে যাওয়া অপরাজেয় ডিঙা

কবি পরিচয় : কবি আশুতোষ দাস বরাক উপত্যকায় হাইলাকান্দি জেলার হাইলাকান্দি শহরের বাসিন্দাশিক্ষকতা থেকে সম্প্রতি অবসর নিয়েছেনসাহিত্যের বিভিন্ন ধরনেরসৃজনী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.