রক্তজবা
কল্লোল চৌধুরী
গাছটি কৃষ্ণচূড়ার
লাল হয়েছে কেন ?
ঐ যে বাহান্নর সালাম- বরকত- জব্বার যেন
লেপ্টে দিয়েছে রক্ত দিয়ে বিকেলবেলার ওক্ত
তারপরেও তো উনিশের এগারো শহিদেরা
রক্ত দিয়ে লেপ্টে দিয়েছে পদ্ম
তাইতো পদ্ম লাল হয়েছে নাম হয়েছে রক্তপদ্ম
এরপরেও বাহাওরে, ছিয়াশিতে
লাল হয়েছে জবা
তাইতো সবাই ডাকে রক্তজবা ।
কবি পরিচয় : কবি বরাক উপত্যকার হাইলাকান্দি শহরের বাসিন্দা।
কোন মন্তব্য নেই