অসমের পরিয়াযী শ্রমিকদের স্পেশাল ট্রেন বিহারে আবদ্ধ করে রেখেছে, পানীয় জল, খাবার দেওয়া হয়নি, শেষপর্যন্ত অসম সরকার হস্তক্ষেপ করে
অমল গুপ্ত, গুয়াহাটি : পরিয়াযী শ্রমিকদের
প্রতি সরকারের আজও মানবীয় দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া গেলো না। কেন্দ্রীয় সরকার ২০ লক্ষ
কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু পথে পথে শয়ে
শয়ে কিলোমিটার হেঁটে ঘরে ফেরা প্রায় ৮ কোটি শ্রমিক আজ পর্যন্ত ফুটা কড়ি ও পেলেন
না। গতকাল দেশের রাজধানী দিল্লিতে রেলওয়ে স্টেশনে পায়ে হেঁটে বাড়ি ফেরা সর্বশান্ত
শ্রমিকরা খাবারের জল, কিছু খাবার লুট
করার খবর পাওয়া গেছে। গত ২২ মে পুনে থেকে অসমের ডিব্রুগড়গামী শ্রমিক স্পেশাল ছেড়ে
ছিল, আজ পর্যন্ত গুয়াহাটি পৌঁছাইনি। ট্রেনটিকে অন্য
ঘুর পথে এনে বিহারে রাখা হয়েছে। ট্রেনটিতে পানীয় জল নেই, খাবার নেই, পরিবার পরিজন
নিয়ে ট্রেনটি আসছে, অসম সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে রেলওয়ে
কর্তৃপক্ষকে অবিলম্বে শ্রমিক স্পেশালে পানীয় জল খাদ্য সরবরাহের দাবি জানিয়েছে।
দুদিন আগে উত্তরবঙ্গের এন জে পি-র কাছে বেলাকবা নামে এক স্টেশনে আসামগামী এক
শ্রমিক স্পেশালের ৮ শ্রমিক চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের
মুখ্য জনসংযোগ অফিসার শুভানন চন্দ জানান, ডিব্রুগড়গামী শ্রমিক
স্পেশাল ট্রেনটি বিহারে যান জটের প্রেক্ষিতে ঘুর পথে আনা হচ্ছে, খাগরিয়া ও কাঠিয়ার স্টেশনে যাত্রীদের পানীয় জল ও খাবার সরবরাহের ব্যবস্থা হয়েছে। কাল
অসমে ঢুকবে। তিনি জানান, ইতিমধ্যে প্রায় ৩০টি শ্রমিক স্পেশাল উত্তর-পূর্বের রাজ্য
মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর প্রভৃতি রাজ্যের
শ্রমিকদের জন্য এসেছে। আরো আসবে।
কোন মন্তব্য নেই