Header Ads

অসমে কোভিড ১৯ পজিটিভ ৫১৪, দক্ষ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পাশে অক্লান্ত সৈনিক এপি তিওয়ারি সহ ৬ জন



অমল গুপ্ত, গুয়াহাটিঃ অসমে করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৫১৪জন, ৬২জন সুস্থ হয়েছেন, ৪৪৫ জন চিকিৎসাধীন, ৪ জন মারা গেছেন। আজ থেকে বিমান চলাচল শুরু হয়েছে। আজ ৮ টি বিমান এসেছে, প্রায় ৭০০ যাত্রী নেমেছে। আর দুতিন দিনে প্রায় ৩২ করে বিমান আসবে বলে স্বাস্থ্য মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান। তিনি আজ বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তার সামনে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হয়। পরে তাদের কয়রেন্টিনে পাঠানো হয়। আজ জি এম সি থেকে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। তার মধ্যে ১৩ বছরের এক কন্যা চম্পা ছিল, তার মা পুস্পা দেবী ও মেয়েকে ছাড়তে চাননি। ১১ দিন হাসপাতালে ছিলেন। তার কিন্তু কোনো রোগ হয়নি। বুম্বাই থেকে চিকিৎসা করে গুয়াহাটিতে আসার পথে চম্পা করোনাতে আক্রান্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী আজ বলেন, যারা বাইরে থেকে আসবেন তারা যেন ১০ জুনের আগে আসেন। নতুবা জুলাই থেকে বন্যা শুরু হবে। বন্যার বিরুদ্ধে লড়তে হবে। এখন কোভিড-এর বিরুদ্ধে লড়তে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাতে ঘুমাতে যান না, রাতদিন করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, তার সঙ্গে লড়ছেন অক্লান্ত ৬ সৈনিক। তারা হলেন- আনন্দ প্রকাশ তেওয়ারী, মুনিন্দ্র নাথ, প্রদীপ তিমুং, অনুপ কুমার বর্মন, কমলজিত তালুকদার ও ডাক্তার রথীন্দ্র নাথ ভূইঞা, সঙ্গে পুলিশ অফিসার জে পি সিং,  সমীর কুমার সিনহা রমেন তালুকদার প্রমুখ অফিসাররা সব সময় দিন রাত স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পাশে থাকছেন। মারাত্বক করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রাণপণে লড়ে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.