নজরুল জয়ন্তি পালন শিল্প নিকেতনের
নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়া: লকডাউনে বাড়ীতেই বিদ্রোহী কবি কাজী নজরুল
ইসলামের ১২১ তম জন্ম জয়ন্তি পালন করলো বিহাড়ার সুপ্রতিষ্টিত কলা শিক্ষা
প্রতিষ্টান শিল্প নিকেতন। এদিন শিল্প
নিকেতনের কলা শিক্ষক মাণিক মালাকার নজরুলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী ও
মাল্যদান করেন। শিশু শিল্পী প্রীয়ংকা পাল নজরুল নৃত্য পরিবেশন করে। পরে কলা
শিক্ষক মাণিক মালাকার নৃত্যের মাধ্যমে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানান। উল্লেখ্য
শিল্প নিকেতন দীর্ঘ দিন থেকেই বিহাড়ায় নৃত্য ও চিত্রকলা শিক্ষায় বিশেষ অবদান
রেখে চলেছে।
কোন মন্তব্য নেই