Header Ads

টংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তী পালন


সঞ্জয় সাহা, টংলাঃ সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভারত সরকারের ঘোষিত লকডাউন তৃতীয় পর্যায় চলাকালীন আজ ওদালগুরি জেলার টংলা শহরের হাইস্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও কিছু বিশিষ্ট নাগরিকদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তী। সকাল দশটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজন সরকার মাল‍্যার্পণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিতে। সহকারী শিক্ষক লক্ষণ কুন্ডু প্রদীপ প্রজ্বলন করেন এবং উপস্থিত সকলে পুষ্পাঞ্জলি অর্পণ করে কবিগুরুর প্রতিচ্ছবিতে। বর্তমান পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে সঙ্গীত পরিবেশন করে পায়েল সরকার, সঙ্গে তবলা বাজায় সঞ্জীব রায় (বুলি)। সঙ্গীত পরিবেশিত হয়- 'সঙ্কটের  কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়'। একের পর এক রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়। সর্বশেষে রাষ্ট্রীয় সঙ্গীত 'জন গণ মন' দিয়ে সমাপ্তি ঘটে এই অনুষ্ঠানের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.