Header Ads

অসমে পঙ্গ পাল আসবে, সব জেলাকে সতর্ক করলেন কৃষিমন্ত্রী অতুল বরা


অমল গুপ্ত, গুয়াহাটি : পাকিস্তান থেকে লক্ষ লক্ষ পঙ্গপাল ভারতের বিভিন্ন রাজ্যে এসে দাপিয়ে বেড়াচ্ছে  হাজার হাজার বিঘা ফসল খেয়ে শেষ করে দিচ্ছেপঞ্জাব, হরিয়ানা,  অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের পর দেশের উত্তর-পূর্ব অঞ্চলে হানা দিতে পারে ২-৩ মাইল জুড়ে এই পঙ্গপাল মারার জন্য কেমিক্যাল স্প্রে করা হচ্ছে, ড্রোন,  কপ্টার ব্যাবহার করে নানাভাবে দমানোর চেষ্টা হচ্ছে এবার অসমে হানা দিতে পারে আশঙ্কা করে জেলার সব ডেপুটি কমিশনারদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে কৃষিমন্ত্রী অতুল বরা জানানতিনি বলেন, ঘন্টায় একশো কিলোমিটার বেগে পঙ্গপালের ঝাঁক ছুটে চলেবাতাস যে দিকে থাকে সেই দিকে পঙ্গপাল যায়অসমে পঙ্গপালকে কাকতি ফড়িং বলে  অনেকে গঙ্গা ফড়িংও বলেছোট ছোট সবুজ রঙের এক সঙ্গে এক-দের লক্ষ পঙ্গপাল জমিতে বসে নিমিষের মধ্যে সাবার করে দেয়তাই পঙ্গপালের আগমণকে দেশে দুর্ভিক্ষের পূর্বাভাস বলে থাকেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.