Header Ads

মানবতার সেবায় অন্যন্য নজির গড়তে চলছে অখন্ড বিকাশ পরিষদ


নয়া ঠাহর প্রতিবেদন, ধর্মনগর : আজ অখণ্ড বিকাশ পরিষদের উদ্যোগে এবং হরে কৃষ্ণ মোভমেন্টের সহযোগিতায় ধর্মনগরের বিভিন্ন এলাকার সকল আশ্রয়হীন পথচারী ভিক্ষুক মানসিক ভারসাম্যহীনদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য্য সহ-সভাপতি মৃণাল কান্তি নাথ তথা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট সমাজসেবী পিজুষ নাথ গৌতম রায়আমাদের প্রতিনিধির জিজ্ঞাসা প্রসঙ্গে অখন্ড বিকাশ পরিষদের সাধারণ সম্পাদক কান্তি গোপাল দেবনাথ সম্পাদক গোবিন্দ নাথ জানান উনাদের ব্যতিক্রমী কার্যক্রম আজ থেকে শুরু এমন নয় ধর্মনগর শহরেই বিগত ২০১৮ সালের ১৪ অক্টোবর শারদীয়া দুর্গাপূজার 
ষষ্ঠী পূজার দিনে ধর্মনগর এর ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে একদিনের কার্যক্রম করা হয়েছিলসেই ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের  স্থায়ীভাবে বাসস্থানের জন্য একটি সেন্টার তৈরি করে সেখানে স্থানান্তরিত করার প্রচেষ্টা করা হয় বিষয়ে জেলা শাসক মহোদয়ের নিকট সার্বিক সাহায্য আইনি অনুমোদনের জন্য বহুবার আবেদন পত্র জমা দেওয়া হয়উনি আরও জানান যে আজ থেকে আশ্রয়হীন পথচারীদের মধ্যে প্রতিদিনই এই খাদ্য বিতরণ প্রক্রিয়া নিয়মিত থাকবে এবং উত্তর জেলার যুবরাজনগর ব্লকের রাজনগর গ্রামে অবস্থিত বাবা গোরক্ষনাথ গোশালা পরিসরের মধ্যে উনারা এক রিহেবিলিটেশন সেন্টার তৈরির কাজ চলছে, এই  আশা ব্যক্ত করে কান্তি নাথ জানান যে থেকে মাসের মধ্যে উনাদের সেন্টার তৈরি কাজ সম্পন্ন হয়ে যাবে তখন এই ভবঘুরে  মানসিক ভারসাম্যদীনদের সেখানে স্থানান্তরিত করা হবে তাদের সুস্বাস্থের সুবন্দবস্ত করা হবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.