Header Ads

বদরুদ্দিন আজমলের চেষ্টায় দারুল উলম দেওবন্দের শিক্ষার্থীদের ফেরানো হল


অমল গুপ্ত, গুয়াহাটি : ভারতের অন্যতম প্রখ্যাত ইসলামিক শিক্ষানুষ্ঠান দারুল উলম দেওবন্দে শিক্ষা গ্রহণ করে প্রায় ১২০০ শিক্ষাথী আজ অসমে নিরাপদে পৌঁছেছে। জমিয়ত উলামা ই হিন্দ গত একমাস ধরে চেষ্টা করে তাদের গুয়াহাটি ফিরিয়ে আনতে সমর্থ হয়েছে বলে জমিয়তের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল আজ এক বিবৃতিতে জানিয়েছেন। তিনি জানান, লকডাউনের ফলে শিক্ষাথীদের ফিরিয়ে আনতে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলানা মেহমুদ মাদানী এই কাজে সহায়তা করেছিলেন। সাংসদ বদরুদ্দিন আজমল এই বিবৃতিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জমিয়তের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি জানান, সবকে নামিয়ে শেষে বদরপুরে বাকিদের নামানো হয়। জমিয়তের রাজ্যিক সম্পাদক মৌলানা ফজলুল করিম কাশিমি আজ বদরুদ্দিন আজমলের পক্ষ থেকে এই বিবৃতি জারি করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.