Header Ads

জীবে প্রেম করে যেই জন , সেই জন সেবিছে ঈশ্বর, সেই আর্দশ কে ব্রত হিসাবে নিয়েছেন স্বামী নিত্যানন্দ পুরী





নয়া ঠাহর , গুয়াহাটিঃ জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর, ,,,    স্বামী বিবেকানন্দ এই কথা মনে প্রাণে বিশ্বাস করতেন, শুধু মানুষ সেবা নয়,  জীব সেবায়  শিব সেবা,  পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার  কান্দি শহরের  উপকণ্ঠে   দোহালিয়া  কালিবাড়ির সংলগ্ন   হরিহরা নন্দ  সেবাশ্রম এর স্বামী নিত্যানন্দ  পুরী ওরফে  বাবলু, ওরফে শুকুল ,  জিবে প্রেমের  মহান ব্রত গ্রহণ করেছেন।    দুস্থ মানুষের সেবার আর্দশ কে   জীবনের  পাথেয়  হিসাবে  গ্রহণ করেছেন।  করোনা   ভাইরাসে    আতঙ্কিত  মানুষ ঘর  দুয়ার বন্ধ করে   তালা  ঝুলিয়েছে,     যারা মহান ঈশ্বরের     আশীর্বাদ    পাওয়ার জন্যে পুজো অর্চনা করেন, সেই পুরোহিত সমাজ আজ  পথে   বসেছেন, রুজি রোজগার নেই,   শুধু   ভক্ত প্রাণ মানুষ নয়,  ভগবান ও মুখ   ফিরিয়ে নিয়েছেন। সেই পুরোহিত  সমাজের পাশে দাঁড়ালেন স্বামী নিত্যানন্দ  পুরী,  আজ 3 মে     হরিহরা নন্দ সেবাশ্রম  কেন্দ্রে  শতাধিক   পুরোহিতের হাতে  চাল,  ডাল সহ   সামান্য   সামগ্রী তুলে দিলেন  স্বামী নিত্যানন্দ পুরী  ।    তিনি  শুধু  মানব সেবায় নয়,  দৈনন্দিন    পূজা অর্চনার  পর   তিনি  লালু ভুলু, ফুলকলি, অগ্রদাসী, চিন্তামনি, কালি প্রভৃতি 9 নামে 9 টি  সারমেয় , অজস্র  প্রজাতির বর্ণময় পাখি ,   কাঠবিড়ালি র দল,     কাকের  ঝাঁক  অধীর আগ্রহ  নিয়ে বসে  থাকা   আলহী দের  সেবায়  লেগে যান।   অসমীয়া  ভাষা তে  আলহী মানে   অতি থি ,  সেই    ঈশ্বর প্রে রিত  দূতদের  সেবা   করেন স্বামী।  তারপর  রাম ভক্তদের  ও ভিড় জমে  জমে যায়,   তাদের  সেবায় নেমে যান   রাম ভক্ত সুনীল  ঘোষাল ও ।  প্রায় 35 টি  রাম অবতার   ,  রঙবেরঙের পাখিদের  কুহ কলতানের  মাঝে লাফালাফি  শুরু করে। দূর থেকে  জবা ফুলের মালা পরে  মা কালি  শিব সেবা জীব সেবা উপভোগ করেন।  জিবে  প্রেম  করে  যেই জন সেই জনকে প্রাণ ভরে আর্শীবাদ দেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.