Header Ads

বিহাড়ায় সরস্বতী বিদ্যানিকেতনের সেনিটাইজেশন



নয়াঠাহর প্রতিবাদন, বিহাড়া:  কোভিড-১৯ -এর চেইন ভাঙ্গতে সসোয়েল ডিস্টেন্সের সাথে সাথে সেনিটাইজেশনও জরুরী কিন্তু শহরের মতো গ্রমাঞ্চলে বিশেষ ভাবে তেমন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই এবার এই কাজে এগিয়ে এলো বিহাড়ার বেসরকারী শিক্ষা প্রতিষ্টান সরস্বতী বিদ্যানিকেতন। রবিবার বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনের পক্ষ বিহাড়া বাজার, ডাকঘর, কোওপারেটিভ সোসাইটি, বিহাড়া পুলিশ ফাঁড়ি, গাঁও পঞ্চায়েত কার্যালয়, মসজিদ সহ এলাকার বিভিন্ন গ্রাম ও রাস্তাঘাটে ফেনাইল, ব্লিচিং ও হাইড্রক্লোরাইট ছিটিয়ে সেনিটাইজ করা হয়। এই সেনিটাইজেশন প্রোগ্রামে সহযোগীতার হাত বাড়িয়ে দেন কুরকুরি চা বাগান কর্তৃপক্ষ। এদিনের সেনিটাইজেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন কুরকুরি চা বাগানের এসিস্টেন্ট মেনেজার পঙ্কজ কুমার সিং, টিলাবাবু মলয় সিং চৌধুরী সহ বিদ্যালয়ের সম্পাদক মনোজিৎ গোস্বামী, কুলমণী মিশ্র, বিমান রায়, অতনু দাস সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.