Header Ads

করোনার লড়াইয়ে সৈনিকদের স্যালুট জানাল ভারতীয় সেনারা, হেলিকপ্টার ও যুদ্ধবিমান থেকে হাসপাতালগুলির উপর পুষ্পবৃষ্টি ভারতীয় সেনার



নয়াদিল্লি : তালি-থালি, মোমবাতি জ্বালিয়ে করোনাযোদ্ধাদের কুর্নিশ করেছে দেশকিন্তু সেটা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধেএবার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে সেই করোনা সৈনিকদের স্যালুট জানাতে শুরু করল ভারতীয় সেনাদেশের প্রায় সব বড় শহরে হাসপাতালগুলির উপর পুষ্পবৃষ্টি শুরু করেছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার যুদ্ধবিমানগুলিসন্ধ্যার পর যুদ্ধজাহাজগুলি আলোয় সাজিয়ে কৃতজ্ঞতা জানাবে নৌসেনাও
করোনাভাইরাসের মোকাবিলায় এক্কেবারে সামনের সারিতে রয়েছেন চিকিত্সক, নার্স স্বাস্থ্যকর্মীরা এছাড়াও মাঠে নেমেছেন পুলিশ-প্রশাসনের কর্তা-আধিকারিক-কর্মীরারয়েছেন সেনা জওয়ান এবং সাংবাদিকরাওকরোনাভাইরাসের এই যোদ্ধাদের অভিবাদন কৃতজ্ঞতা জানাতে এই পুষ্পবৃষ্টি-সহ অন্যান্য কর্মসূচি শুক্রবার ঘোষণা করেছিলেন চিফ অপ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানরা
দিল্লির পুলিশ মেমোরিয়ালে তিন বাহিনীর প্রধান দেশ জুড়ে এই অনুষ্ঠানের সূচনা করেনসেই ঘোষণা অনুযায়ী ভারতের প্রায় সব শহরের আকাশে চক্কর কাটছে বায়ুসেনার হেলিকপ্টার যুদ্ধবিমানসুখোই-২০ এমসেআই, মিগ-২৯ জাগুয়ার যুদ্ধবিমানগুলি রাজধানীতে রাজপথে কুচকাওয়াজ করতে দেখা গিয়েছে৫০০ থেকে ১০০০ মিটার উপর থেকে ফুল ছড়িয়েছে এই যুদ্ধবিমানগুলিএছাড়া, সি-১৩০ হেলিকপ্টারও একই রুটে পুষ্পবর্ষণ করেছেবায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ড একইভাবে আকাশ থেকে ফুল ছড়াবে দিল্লির গঙ্গারাম, রাজীব গাঁধী সুপার স্পেশালিটি, দীনদয়াল উপাধ্যায়-সহ প্রায় সব হাসপাতালের উপর
মুম্বইয়ের আকাশেও একই ছবিমেরিন ড্রাইভে আকাশে কুচকাওয়াজের পর কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল, কস্তুরবা গাঁধী হাসপাতাল-সহ প্রায় সব সরকারি হাসপাতালের উপরেই পুষ্পবৃষ্টি হয়েছেশ্রীনগরে ডাল লেক এবং চণ্ডীগড়ের সুকনা লেকেও ফুলবর্ষণ হয়েছে ছাড়া দেশের প্রায় সর্বত্রই একই ভাবে পুষ্পবৃষ্টির ছবি দেখা গিয়েছে
নৌবাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে সমুদ্রের উপকূলে পাঁচটি যুদ্ধজাহাজ সন্ধে সাড়ে সাতটা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকবেজাহাজের সাইরেন বাজিয়ে আলোর মালায় করোনাযোদ্ধাদের উদ্বুদ্ধ করবে কুর্নিশ করবেস্লোগান 'ইন্ডিয়া স্যালুটস করোনা ওয়ারিয়র্স'এছাড়া গোয়ায় রানওয়ের উপরে মানববন্ধন কর্মসূচি করবে নৌসেনাবিশাখাপত্তনমে ইস্টার্ন নাভাল কমান্ডের দু'টি জাহাজ আলোকিত করা হবে সন্ধে সাড়ে ৭ টায়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.