Header Ads

আজ ১১২২ জন যাত্রী নিয়ে এলো নয়া দিল্লি-ডিব্রুগড় স্পেশাল ট্রেন, কাল দুটি শ্রমিক স্পেশাল আসবে, উদ্বিগ্ন সরকার, মুখ্যমন্ত্রী সরুসোজাই কয়রেন্টিন সেন্টার পরিদর্শন করেন



অমল গুপ্ত, গুয়াহাটি : বাইরের রাজ্যের বিভিন্ন রেল স্টেশন স্পর্শ করে নয়া দিল্লি থেকে আজ ১১২২ জন যাত্রী নিয়ে স্পেশাল ট্রেন এলো কাল সকালে আবার নয়া দিল্লি থেকে ট্রেন আসবে কাল তামিলনাড়ু থেকে মিজোরামের ভৈরবীতে একটি শ্রমিক স্পেশাল আসবে চেন্নাই থেকেও একটি শ্রমিক ট্রেন অসমে ঢুকবে। আজ সকালে কোকরাঝাড় স্টেশনে ২৯ জন নামলে মন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম তাদের স্বাগত জানিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর কয়রেন্টিনে পাঠাবার ব্যবস্থা করেন। গুয়াহাটি স্টেশনে ১৩৬ জন, ডিব্রুগড়ে ২৫৩ জন, লামডিঙে ৪৪ জন, মরিয়ানিতে নামেন ৩৪ জন যাত্রী উত্তর-পূর্ব সীমান্ত রেল ওয়ের মুখ্য জনসংযোগ অফিসার শুভানন চন্দ আজ এই খবর দেন। স্বাস্থ্য বিভাগের এক অফিসার জানান ট্রেন নামার পর স্টেশনে স্বাস্থা পরীক্ষা করে যাত্রীদের কয়রেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ সরুসোজাই-এর কয়রেন্টিন সেন্টারে গিয়ে রুগীদের থাকা খাওয়ার সব ব্যবস্থা খতিয়ে দেখেন। সেখানে ২২৮৬ জন থাকার বেড আছে ইতিমধ্যে ১১০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। পঞ্জাবের অমৃতসর অসমের দুই যুবক সঙ্গে কানাকড়িও না থাকায় পায়ে হেঁটে দিল্লি আসার খবরে উদ্বিগ্ন হয়ে মুখ্যমন্ত্রী নয়া দিল্লির অসম ভবনের মুখ্য রেসিডেন্ট কমিশনার কৈলাশ সামরিয়াকে ফোন করে যুবক দুজনকে স্বাস্থ্য পরীক্ষার পর গুয়াহাটিতে পাঠিয়ে দেবার নির্দেশ দেন। লখিমপুরের রাজা দলে ও সন্তোষ বরা নামে যুবক দুজন পায়ে হেঁটে দিল্লিতে আসেন। গুয়াহাটি মহানগর তথা রাজ্যের প্রধান বাজার ফেন্সি বাজার আজ থেকে তিন দিন বন্ধ দিয়েছে কামরূপ চেম্বার অফ কমার্স, শুধু গুয়াহাটিতে ২২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে  মংরু সাহানি এবং বিন্দ্যেশ্বর ঠাকুর নামে এক নাপিতকে হটস্পটের নায়ক বলে ভাবা হচ্ছে মংরু থেকে ১৫ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছেএই নাপিত ফেন্সি বাজারে এক হোটেলের নীচে চুল দাড়ি কাটতো বলে জানা গেছে। এই এলাকাতে ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয় বলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.